ভাঙড়ে বাড়ি থেকেই দম্পতির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয় এক মহিলার দেহ এবং পাশে গলা কাটা অবস্থায় পড়েছিলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের চন্দনেশ্বর থানা এলাকায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে মৃতরা সম্পর্কে স্বামী-স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, তাঁদের নাম মোশারফ পিয়াদা (৫০), শাহানারা বিবি (৪৬)। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।পুলিশের প্রাথমিকভাবে অনুমান, মোশারফকে কুপিয়ে খুন করা হয়েছে। পাশেই তাঁর স্ত্রী শাহানারা বিবির অর্ধনগ্ন দেহ উদ্ধার করে পুলিশ। কী কারণে দুই জনের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখার জন্য ময়নাতদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পরেই প্রকৃত কারণ জানা যাবে বলে জানাচ্ছে পুলিশ।
এই দম্পতির মেয়ে দাবি করেছেন, তাঁর মাকে খুন করা হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে? সেই বিষয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি তিনি। ইতিমধ্যে চন্দ্রেশ্বর থানার পুলিশ এলাকায় গিয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে। খতিয়ে দেখা হচ্ছে আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজও। ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে তা খুঁজে বার করে তাদের উপযুক্ত শাস্তির দাবি করা হয়েছে।
এই দম্পতির মেয়ে দাবি করেছেন, তাঁর মাকে খুন করা হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে? সেই বিষয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি তিনি। ইতিমধ্যে চন্দ্রেশ্বর থানার পুলিশ এলাকায় গিয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে। খতিয়ে দেখা হচ্ছে আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজও। ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে তা খুঁজে বার করে তাদের উপযুক্ত শাস্তির দাবি করা হয়েছে।