মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘কেন্দ্রীয় সরকার স্বীকৃত এবং বিশ্বব্যাঙ্ক এবং অন্যান্য স্টেকহোল্ডারদের দ্বারা প্রশংসিত আমাদের রাজ্য সরকারের এই উদ্যোগ দুই দেশের আন্তঃসীমান্ত বাণিজ্যে সত্যিকারের এক গেম-চেঞ্জার।’ তাঁর আরও দাবি, যাত্রী সুবিধা উদ্যোগ প্রায় ১ লক্ষ যাত্রীকে লম্বা লাইনের ঝক্কি থেকে মুক্তি দিয়ে পেট্রাপোলের যাত্রী টার্মিনালে অনেকটাই সুবিধা করে দেয়।
রবিবার বনগাঁর অনুষ্ঠান থেকে রাজ্য সরকারকে খোঁচা দিতে ছাড়েননি শাহ। তিনি বলেন, ‘মোদী সরকার বাংলাকে গত ১০ বছরে ৭.৭৪ লক্ষ কোটি টাকা দিয়েছে। কিন্তু মোদীর দেওয়া টাকা বাংলায় এসে দুর্নীতির বলি হয়ে যায়।’ কেন্দ্রে বিগত সরকারের আমলে। বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যের পরিমাণ ছিল ১৮ হাজার কোটি। সেখানে এখন ৩০ হাজার কোটি ব্যবসা হয় বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য, রাজ্য সরকারের উদ্যোগে ২০২১ সালের জুলাই মাস থেকে কাজ শুরু করেছিল ‘সুবিধা’ নামের পোর্টালটি। রাজ্যের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তরের তৈরি এই পোর্টাল ই-গভর্নেন্স স্কিম ২০২৩-এ জাতীয় পুরস্কারও জিতে নেয়।