Mamata Banerjee,রাজ্যের তৈরি ‘সুবিধা’ পোর্টালই পেট্রোপোলে বাণিজ্যের ‘গেম-চেঞ্জার’, শাহকে মনে করালেন মমতা – cm mamata banerjee shares west bengal government initiative for india bangladesh petrapole border


রবিবার পেট্রাপোল সীমান্তে নতুন ‘যাত্রী টার্মিনাল ভবন’ এবং ‘মৈত্রী দ্বার’ উদ্বোধন করতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারত-বাংলাদেশ সীমান্তে বাণিজ্যের উন্নতির জন্য পণ্যবাহী ট্রাক চলাচল ব্যবস্থাকে সাশ্রয়ী এবং স্বচ্ছ করেছে। শাহের সফরের দিনেই এ ক্ষেত্রে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ অবদানের কথা মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নিজের এক্স হ্যান্ডলে মমতা লেখেন, ‘পেট্রাপোল সীমান্তে আজ কিছু উচ্ছ্বাস লক্ষ্য করলাম। তবে, রাজ্য সরকারের উদ্যোগে নির্মিত ‘সুবিধা ভেহিক্যাল ফেসিলিটেশন সিস্টেম’-এর জন্যেই স্থলবন্দরের মাধ্যমে ভারত-বাংলাদেশ সীমান্তে পণ্য পরিবহণে যে ৪৫ দিনের দেরি হতো, সেটা এখন হয় না। ৮ লক্ষেরও বেশি গাড়ি এর সুবিধা ভোগ করে।’

মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘কেন্দ্রীয় সরকার স্বীকৃত এবং বিশ্বব্যাঙ্ক এবং অন্যান্য স্টেকহোল্ডারদের দ্বারা প্রশংসিত আমাদের রাজ্য সরকারের এই উদ্যোগ দুই দেশের আন্তঃসীমান্ত বাণিজ্যে সত্যিকারের এক গেম-চেঞ্জার।’ তাঁর আরও দাবি, যাত্রী সুবিধা উদ্যোগ প্রায় ১ লক্ষ যাত্রীকে লম্বা লাইনের ঝক্কি থেকে মুক্তি দিয়ে পেট্রাপোলের যাত্রী টার্মিনালে অনেকটাই সুবিধা করে দেয়।

রবিবার বনগাঁর অনুষ্ঠান থেকে রাজ্য সরকারকে খোঁচা দিতে ছাড়েননি শাহ। তিনি বলেন, ‘মোদী সরকার বাংলাকে গত ১০ বছরে ৭.৭৪ লক্ষ কোটি টাকা দিয়েছে। কিন্তু মোদীর দেওয়া টাকা বাংলায় এসে দুর্নীতির বলি হয়ে যায়।’ কেন্দ্রে বিগত সরকারের আমলে। বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যের পরিমাণ ছিল ১৮ হাজার কোটি। সেখানে এখন ৩০ হাজার কোটি ব্যবসা হয় বলেও দাবি করেন তিনি।

পেট্রাপোল সীমান্তে ‘মৈত্রী দ্বার’ উদ্বোধন করবেন শাহ
উল্লেখ্য, রাজ্য সরকারের উদ্যোগে ২০২১ সালের জুলাই মাস থেকে কাজ শুরু করেছিল ‘সুবিধা’ নামের পোর্টালটি। রাজ্যের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তরের তৈরি এই পোর্টাল ই-গভর্নেন্স স্কিম ২০২৩-এ জাতীয় পুরস্কারও জিতে নেয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *