Mithun Chakraborty News,‘পয়সা নিয়ে বিজেপি হবেন না, আমাদের চাই না’, মন্তব্য মিঠুনের – mithun chakraborty says do not come to bjp for money


বিজেপির সদস্য পদ সংগ্রহ কর্মসূচিতে এসে কড়া বার্তা দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। ‘পয়সা নিয়ে বিজেপি হবেন না, আমাদের চাই না’, এমনই মন্তব্য করতে শোনা গেল অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় থেকেই বঙ্গ বিজেপির হয়ে রাজনৈতিক সভা, কর্মসূচি করে চলেছেন তিনি। দোরগোড়ায় রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তার আগে মিঠুনের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

১ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে ময়দানে নামছে বঙ্গ বিজেপি। রবিবার দুপুরে সল্টলেকে বিজেপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানের সূচনা হয় অমিত শাহের উপস্থিতিতে। সেখানে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তীও।

এ দিন একাধিক উল্লেখযোগ্য মন্তব্য করেন মিঠুন। তিনি বলেন, ‘যা করতে হয় করব, ২০২৬ সালে মসনদ আমাদের হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে বলছি।’ তাঁর সংযোজন, ‘পয়সা নিয়ে বিজেপি হবেন না। আমাদের চাই না। তৃণমূলে চলে যান। তবে মনে রাখবেন, আমাদের বাগান থেকে একটা ফল নিলে আপনাদের থেকে আমরা ৪টা নেব।’

পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই প্রচার ময়দানে ঝাঁপাতে চাইছেন অভিনেতা তথা নেতা, তা নিজের বক্তব্যেই একপ্রকাশ স্পষ্ট করেছেন মিঠুন। তিনি বলেন, ‘নভেম্বর থেকে আমি ২০ দিন দলকে দেব, ১০ দিন কাজ করব। যদি কাজ না করি সেক্ষেত্রে খাব কি? রাজ্যের সমস্ত জায়গাতে যাব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *