Siliguri Hospital: চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, চরম উত্তেজনা শিলিগুড়ি হাসপাতালে – medical negligence allegation at siliguri district hospital creates chaos


চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ। রবিবারের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল শিলিগুড়ি জেলা হাসপাতালে। মৃত শিশুর পরিবারের বিক্ষোভের জেরে হাসপাতালে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।জানা গিয়েছে, মঙ্গলবার থেকে মাটিগাড়ার বাসিন্দা বছর সাতের হামিদ রাজা জ্বর, সর্দি ও নাক-কান ব্যথা নিয়ে ভুগছিল। রবিবার তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের দাবি, তাঁরা শিশুটিকে হাসপাতালে ভর্তি করার কথা জানালেও ভর্তি নেওয়া হয়নি। পরিবারের অভিযোগ, জরুরি বিভাগে শিশুটিকে ভর্তি না নিয়ে আউটডোরে ডাক্তার দেখানোর কথা বলা হয়।

শিশুটিকে বাড়ি নিয়ে যাওয়ার সময় তাঁর মৃত্যু হয় বলে দাবি। এরপরেই জেলা হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করে মৃত শিশুর পরিবারের লোকজন। বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল চত্বরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সুপার চন্দন ঘোষ বলেন, ‘এক পক্ষের কথা শুনে তদন্তে এগনো যায় না। দু’পক্ষের কথাই শুনতে হবে।’ ভবিষ্যতে আর যেন এরকম ঘটনা না ঘটে, তার দিকে নজর রাখা হবে বলে জানান তিনি। পাশাপাশি, এই ঘটনার তদন্ত শুরু করা হবে বলেও আশ্বাস হাসপাতাল সুপারের।

পার্সেলে মাদক! ভয় দেখিয়ে ৫ কোটি আদায়ে শিলিগুড়ি থেকে ধৃত ৬
অন্যদিকে, পরিবারের দাবি ঘটনার উপযুক্ত বিচার চাই। ঘটনার পর থেকে দফায় দফায় উত্তেজিত হতে থাকে হাসপাতাল চত্বর। কিছুদিন আগেই হাসপাতালে এক সদ্যোজাত শিশুর মৃতদেহ উধাও হয়ে যায় বলে অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় পরবর্তীতে তদন্ত কমিটি গঠন হলেও এখনও কারণ জানা যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *