Tanmoy Bhattacharya,মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ, সাসপেন্ড সিপিএম নেতা তন্ময় – tanmoy bhattacharya suspended from cpim


মহিলা সাংবাদিকের আনা হেনস্থার অভিযোগের প্রেক্ষিতে তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল সিপিএম। রবিবার দলের এই সিদ্ধান্তের কথা জানান সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। দলের ‘ইন্টারনাল কমিটি’ গোটা ঘটনাটির তদন্ত করবে। এই কমিটির তরফে তদন্ত সম্পূর্ণ হওয়ার পর যে প্রস্তাব দেওয়া হবে তার উপরেই পরবর্তীতে সিদ্ধান্ত নেবে দল জানান সেলিম।

কী অভিযোগ তন্ময়ের বিরুদ্ধে?

রবিবার দুপুরে এক মহিলা ফেসবুক লাইভে তন্ময়ের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন। তাঁর সঙ্গে ‘অভব্য’ আচরণের অভিযোগও করেছিলেন তিনি। এই ভিডিয়ো সামনে আসার পরেই শোরগোল পড়ে যায়। আরজি করের ঘটনায় আন্দোলন সংগঠিত করার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বামেদের বেশ কয়েকজন যুব নেতা। সেই জায়গায় দাঁড়িয়ে দলীয় নেতার বিরুদ্ধেই অভিযোগ ওঠায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছিল আলিমুদ্দিন।

কী পদক্ষেপ করেছে দল?

এ দিন মহম্মদ সেলিম বলেন, ‘বিকেলে জানতে পারি তরুণী মহিলা সাংবাদিক তন্ময়ের আচরণে ক্ষুব্ধ হয়েছিলেন। তন্ময়ের আচরণে তিনি আঘাত পেয়েছেন। এই ধরনের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করে সিপিএম। অভিযোগগুলি খতিয়ে দেখার জন্য ইন্টারনাল কমিটি রয়েছে, তাদের নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। দলের এই কমিটি গোটা ঘটনার তদন্ত শেষ করে নিজেদের প্রস্তাব জমা দেবে। কিন্তু তার আগে তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করা হলো।’ এই নেতাকে কতদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে তা অবশ্য স্পষ্ট করেননি মহম্মদ সেলিম। সোমবার তা আলোচনার পর জানানো হবে বলে জানিয়েছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *