West Bengal Bjp,দলীয় কর্মীর অভিযোগে গ্রেপ্তার বিজেপির রাজ্য কমিটির সদস্য – bardhaman bjp leader sunil gupta arrested for alleged vandalism in bjp office


বিজেপির রাজ্য কমিটির সদস্য সুনীল গুপ্তকে গ্রেপ্তার করল পুলিশ। এক বিজেপি কর্মীকে আটকে রেখে মারধর ও গাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। পুরনো সেই মামলাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় রবিবার তাঁকে আদালতে পেশ করা হলে জামিন পান তিনি। তাঁর গ্রেপ্তারি প্রসঙ্গে বিজেপির আভ্যন্তরীণ কোন্দল নিয়ে কটাক্ষ করছে রাজ্যের শাসক দল তৃণমূল। যদিও সুনীলের দাবি, বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকার জন্যই গ্রেপ্তার হতে হয়েছে তাঁকে।
কী কারণে গ্রেপ্তার করা হয় এই বিজেপি নেতাকে?২০২১ সালে ২১ জানুয়ারি বর্ধমানে বিজেপির দলীয় কার্যালয়ে অশান্তি হয়েছিল। আগুন লাগিয়ে দেওয়া হয় বেশ কিছু গাড়িতে। জানা গিয়েছিল, তৎকালীন বর্ধমান সদর সাংগঠনিক জেলা সভাপতি সন্দীপ নন্দীর অপসারণের দাবি তুলেছিল বিজেপিই একটি গোষ্ঠী। আর তা নিয়েই বিক্ষোভের সূত্রপাত। সেই সময় ভাঙচুর করা হয় বিজেপির দলীয় কার্যালয়ও।

তৎকালীন জেলা সভাপতি সন্দীপ নন্দী,সুনীল গুপ্ত-সহ আরও বেশ কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন দলেরই কর্মী লক্ষ্মীকান্ত দাস। ঘটনার তদন্তে নামে পুলিশ। সেই ঘটনায় শনিবার গ্রেপ্তার করা হয় সুনীলকে।

কী দাবি ওই বিজেপি নেতার?
সুনীল গুপ্ত অবশ্য দাবি করেছেন, বিরোধী দল করার জন্যই এই ধরনের আইনি ঝামেলায় তাঁকে জড়িয়ে দেওয়া হচ্ছে। যদিও এই সমস্ত দাবি খারিজ করেছেন তৃণমূলের নেতারা। তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস বলেন, ‘বিজেপি নেতারা দেশের আইন-কানুন মানেন না। সুনীল গুপ্ত গ্রেপ্তার হয়েছেন বিজেপি কর্মীর অভিযোগের ভিত্তিতেই। এতেই ওদের দলের গোষ্ঠীদ্বন্দ্ব স্পষ্ট। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *