চিত্তরঞ্জন দাস: কাজে যোগ দেওয়ার পর হঠাত্-ই নিখোঁজ! প্রায় ১৬ ঘণ্টা পর দেহ মিলল কারখানার ভিতর লিফটের নিচে। কীভাবে মৃত্যু দুর্গাপুর স্টিল প্লান্টের আধিকারিকের? তীব্র চাঞ্চল্য শিল্পশহরে।
আরও পড়ুন: Hooghly: প্রেমের ফাঁদে ফেলে যৌনপল্লীতে নারী পাচার! যেন ওয়েব সিরিজের প্লট…
জানা গিয়েছে, মৃতের নাম সমিত ভট্টাচার্য। দুর্গাপুর স্টিল প্লান্টের (ডিএসপি) আরএমএইচপি বিভাগের জিএম (অপারেশন) পদে কর্মরত ছিলেন তিনি। সপরিবার থাকতেন দুর্গাপুরেরই সিটি সেন্টারের বাঘা যতীন পথ এলাকায়। পরিবার সূত্রে খবর, রোজকার মতোই শনিবারও অফিসে গিয়েছিলেন ডিএসপি-র ওই পদস্থ আধিকারিক।
ঘড়িতে তখন ১১টা। সকালে কাজে যোগ দেওয়ার পর হঠাত্-ই নিখোঁজ হয়ে যান সমিত। গাড়ি,ব্যাগ, টিফিন বক্স অবশ্য কারখানায় যথাস্থানে ছিল। কোথা গেলেন? মোবাইলে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন সহকর্মীরা। ফোনেও রিংও হয়, কিন্তু কেউ ফোন ধরেননি। শেষপর্যন্ত নিখোঁজ ডায়েরি করা হয় দুর্গাপুর থানা। কারখানার ভিতরে রীতিমতো কুকুর এনে তল্লাশি চালায় পুলিশ। এরপর রাত ৩টে নাগাদ ডিএসপি-র জংশন বাংকারে লিফটে নিচে পাওয়া যায় সমিতের নিথর দেহ।
আরও পড়ুন: Basirhat Sangrampore Kali: আশ্চর্য! ঘন ঘোর রাতে রাজা দেখলেন গভীর বনের ভিতর থেকে আলো ঠিকরে বেরোচ্ছে…
কীভাবে মৃত্যু? তদন্তে নেমেছে পুলিস। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্গাপুর ইস্পাত কারখানার ডিরেক্টর ইনচার্জ বিজেন্দ্র প্রতাপ সিং অবশ্য় দাবি, এটি দুর্ঘটনা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)