ঠাকুরের ছবিতে প্রণাম করে ঘোরার সময়েই হাত লাগল মেশিনে, ঘটে গেল মর্মান্তিক ঘটনা…| Howrah Ice cream maker died in electrocution in plant


দেবব্রত ঘোষ: যে কারখানার আনাচকানাচ চেনেন সেই কারখানাতেই বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত্যু হল কারখানা মালিকের। গতকাল রাতে ওই মর্মান্তিক ঘটনা ঘটে হাওড়ার তেঁতুলতলা এলাকায়। কারখানা বন্ধ করার সময় আইসক্রিম রাখার ডিপ ফ্রিজে শর্ট সার্কিট হয় মৃত্যু হয় কারখানা মালিক জিতেশ দাসের(৩৫)।

আরও পড়ুন-কলকাতা হাইকোর্টের ইউ টিউব লাইভ হ্যাক! বন্ধ করে দেওয়া হল লাইভ স্ট্রিমিং…

বাবার তৈরি আইসক্রিম কারখানা বর্তমানে দেখাশোনা করতেন জিতেশ দাস। বেশ কয়েকজন কর্মী নিয়ে কারখানা চলত রমরম করে। রোজকার মতো গতকালও রাতের বেলা কারখানা গোছানোর কাজ চলছিল। তার মধ্যেই এই মর্মান্তিক ঘটনা।

কারখানার কর্মী সুবল বণিক বলেন, রাত দশটা নাগাদ জিতেশ কারখানার এক কর্মীকে আইসক্রিম বের করতে বলেন পেটিতে ভরার জন্য। এরমধ্যেই জুতো খুলে দেওয়ালে টাঙানো ঠাকুরের ছবিতে প্রণাম করতে যান। প্রণাম করে ঘোরার সময়ে পাশেই একটি মেশিনে ওর হাত লেগে যায়। সেই মেশিন সেইসময় চার্জে দেওয়া ছিল। কোনও ক্রমে সেটি শর্ট সার্কিট হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গেই জিতেশ দাস বিদ্যুতের শক খেয়ে মাটিতে পড়ে যান। ঘটনা নজরে আসতেই কারখানার বিদ্যুত্ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তারপর জিতেশকে উদ্ধার করে নারায়ণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কোনও ব্যবস্থা না হওয়ায় লর্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তারবাবুরা বলেন জিতেশের মৃত্য়ু হয়েছে। মৃতদেহ হাওড়া হাসপাতালে নিয়ে যেতে হবে। সেখানেই শেষপর্যন্ত নিয়ে গেলাম। এবার পোস্ট মর্টেম হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *