উপনির্বাচনের আগে বঙ্গ সফরে ‘বিধিভঙ্গ’, শাহের বিরুদ্ধে কমিশনে তৃণমূল! TMC complains Model code violation against Amit Shah to EC


প্রবীর চক্রবর্তী: দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। নভেম্বরেই রাজ্য়ের ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে কমিশনের দ্বারস্থ তৃণমূল। রাজ্যের শাসকদলের দাবি, উত্তর ২৪ পরগনায় সরকারি কর্মসূচি যোগ দিয়ে নির্বাচনী বিধিভঙ্গ করেছেন শাহ।

আরও পড়ুন:  IMA Election|Shantanu Sen: আরজি কর বিতর্কে হইচই করে ফের IMA-র ভোটে প্রার্থী তৃণমূলের শান্তনু সেন!

ঘটনাটি ঠিক কী? বিধায়করা এখন সাংসদ। রাজ্যের ৬ বিধানসভায় উপনির্বাচন হবে। কবে? ১৩ নভেম্বর। যে কেন্দ্রগুলিতে উপনির্বাচন হবে, তারমধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটিও। সঙ্গে সিতাই, মাদারিহাট, মেদিনীপুর ও তালড্যাংরাও।

এদিকে শনিবার একদিনের সফরে বাংলায় এসেছিলেন অমিত শাহ। রবিবার উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সরকারি কর্মসূচিতে যোগ দেন তিনি।  সীমান্তে ইন্টিগ্রেটেড চেক পোস্ট, প্যাসেঞ্জার টার্মিনাল এবং‌ মৈত্রী দ্বারের উদ্বোধন করেন। কিন্তু উপনির্বাচনে দিনক্ষণ ঘোষণার পর এখন আদর্শ আচরণ বিধি লাঘু হয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনায়। তাহলে কীভাবে জেলায় সরকারি কর্মসূচিতে যোগ দিলেন শাহ? বিভিন্ন সরকারি পরিকাঠামোর উদ্বোধন করলেন? প্রশ্ন তুলেছেন তৃণমূল।

আরও পড়ুন:  Tanmoy Bhattacharya: ‘আমি বডি শেমিংয়ের অর্থ বুঝি না’, ‘ওজন’ মন্তব্য বিতর্কে সাফাই তন্ময়ের!

মুখ্য নির্বাচনী লেখা চিঠিতে উল্লেখ, আদর্শ আচরণ বিধি চলাকালীন সরকারি সফর করতে পারেন না মন্ত্রীরা। নির্বাচনী কাজে প্রশাসনকে ব্যবহার করা যায় না। স্রেফ সেই নিয়ম ভঙ্গই নয়, সরকারি কর্মসূচি থেকে শাহ রাজনৈতিক মন্তব্য করেছেন বলেও দাবি তৃণমূলের।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *