Sharukh Khan Birthday: বাদশাহ ৫৯! রাজার মতোই এবার জন্মদিন সেলিব্রেশন কিং খানের…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বয়স যেন তার কাছে কেবলই সংখ্যা—আজও তরুণদের মতোই তাকে দেখায়। ‘এভারগ্রিন’, মুখে টোল পড়া সেই হাসি, দুই হাত ছড়িয়ে ভালোবাসায় সবাইকে বুকে টেনে নেওয়া, তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে তার এই রোমান্সের জাদু অব্যাহত। তিনি আর কেউ নন, বলিউডের ‘কিং অব রোমান্স’ শাহরুখ খান ছাড়া।

আরও পড়ুন: সলমান খানকে ‘২০০ কোটি’ টাকার হুমকি! টাকা না দিলে…

২ নভেম্বর, এই দিনটি শাহরুখ-ভক্তদের জন্য বিশেষ একটি দিন। কারণ এদিনই বলিউডের রাজ করার জন্য জন্মেছিলেন বাদশাহ, যার নাম শুনলেই ভক্তদের হৃদয় জুড়ে শুধু উচ্ছ্বাস আর উচ্ছ্বাস।

প্রতি বছরের মতো এবারও তার বাড়ি ‘মান্নাত’এর সামনে ভিড় হবে হাজারো অনুরাগীর। শাহরুখও সেই চেনা ভঙ্গিতে মান্নাতের বারান্দায় দুই হাত উজাড় করে ভক্তদের অভিবাদন জানাবেন। হাজার ব্যস্ততা ও সেলিব্রেশনের মধ্যেও ভক্তদের জন্য বিশেষ সময় তিনি বরাদ্দ রাখেন এই দিনটিতে।

আরও পড়ুন: ৫০-এর মালাইকা অতীত! এবার নতুন গার্লফ্রেন্ডের খোঁজে ড্যাশিং অর্জুন? নিজেই বললেন…

এবার শাহরুখ তার জন্মদিন সেলিব্রেট করতে যাচ্ছেন আরও বড় মাপের। নিজের বাড়ি মান্নাতে জমকালো পার্টির আয়োজন করছেন তিনি। সেখানে থাকবেন রণবীর সিং, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, করণ জোহর, রণবীর কাপুর, কাজল ও অজয় দেবগণের মতো তারকারা। প্রতিবেদন অনুযায়ী, শুধু বলিউডের তারকাই নয়, বিদেশ থেকেও আসতে পারেন তাঁর কিছু বিখ্যাত অতিথি এবং দেশ-বিদেশের বিভিন্ন ব্যবসায়ী সহ ২৫০ জন অতিথি।

আরও পড়ুন: প্রথম বাংলা ছবি হিসাবে বক্সঅফিসে ইতিহাস! সব রেকর্ড ভেঙে বহুরূপী ঘরে তুলল…

এই বিশেষ দিনটির জন্য পার্টিতে থিম নির্ধারণ করা হয়েছে শাহরুখের ছবির চরিত্র অনুযায়ী। অতিথিদের সাজতে হবে তার বিভিন্ন ছবির চরিত্রে। ডিনারের মেন্যুও ইতিমধ্যেই ঠিক করেছেন বাদশাহের স্ত্রী গৌরী খান, যিনি পার্টির সব পরিকল্পনা সব নিজেই করছেন। এছাড়াও পার্টিতে থাকবে শাহরুখ কন্যা সুহানা ও ছেলে আরিয়ানের বিশেষ পারফরম্যান্স, যা ওই দিনটির সেলিব্রেশনকে আরও আলোকিত করে তুলবে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *