বাড়ির সামনেই পিটিয়ে খুন! শিলিগুড়িতে ‘দাদাগিরি’র বলি বৃদ্ধ… Elderly man beaten to death in Siliguri


নারায়ণ সিংহরায়: শিলিগুড়িতে ‘দাদাগিরি’র বলি বৃদ্ধ! ভরসন্ধেয় বাড়ির সামনেই পিটিয়ে খুন? ঘটনা কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল এলাকায়। মোতায়েন পুলিস ও RAF।

আরও পড়ুন:  Alipuduar Incident:: ৬ বছরের শিশুকন্যাকে এবার ‘ধর্ষণ করে খুন’! গণপিটুনিতে মৃত্যু অভিযুক্তেরও…

পুলিস সূত্রে খবর, মৃতের নাম মহম্মদ জহরি। শিলিগুড়ির শহরের ৩৫ নম্বর ওয়ার্ডের রাজা হলি এলাকার বাসিন্দা ছিলেন তিনি। পরিবারের লোকেদের দাবি, আজ শুক্রবার সন্ধেয় বাড়ির সামনেই বসেছিলেন জহরি। তাঁর কাছে এসে পাঁচশো টাকা চাঁদা চান এলাকারই কয়েকজন যুবক। এরপর টাকা দিতে অস্বীকার করলে, ওই বৃদ্ধের উপর চড়াও হন তাঁরা। শুরু হয় বেধড়ক মারধর। তারজেরেই ঘটনাস্থলেই মৃত্যু জহরি।

কেন এই হামলা? পরিবারের লোকেদের দাবি, এলাকায় তোলাবাজির বিরুদ্ধে সরব হয়েছিলেন  জহরি। বহুবার থানা, এমনকী স্থানীয় কাউন্সিলের কাছেও অভিযোগ জানিয়েছিলেন তিনি। কিন্তু লাভ নেই। অভিযোগ, তোলাবাজির প্রতিবাদে করাতেই পিটিয়ে খুন করা হয়েছে ওই বৃদ্ধকে। তদন্তে নেমেছে এনজিপি থানার পুলিস।

আরও পড়ুন:  Ulubria Incident: আলোর উত্‍সবে প্রাণঘাতী বাজি! উলুবেড়িয়ায় মৃত্যু ২ শিশু-সহ ৩ জনের…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *