৬ বছরের শিশুকন্যাকে এবার ‘ধর্ষণ করে খুন’! গণপিটুনিতে মৃত্যু অভিযুক্তেরও… 6 year old girl reported murder after being raped in Alipurduar


তপন দেব: ‘ধর্ষণ করে খুন’! ৬ বছরের শিশুকন্যা দেহ ভেসে উঠল পুকুরে। গণধোলাইয়ের মৃত্যু হল অভিযুক্তদেরও। পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। তুমুল উত্তেজনা ছড়াল আলিপুরদুয়ারের ফালাকাটায়।

আরও পড়ুন: Ulubria Incident: আলোর উত্‍সবে প্রাণঘাতী বাজি! উলুবেড়িয়ায় মৃত্যু ২ শিশু-সহ ৩ জনের…

স্থানীয় সূত্রের খবর,  অভিযুক্তের নাম  মনা রায়। বাড়ি, ফালাকাটার ব্লকের জটেশ্বরের ধনিরামপুরের দুই নম্বর গ্রামপঞ্চায়েতের খগেনহাটে। অভিযোগ, দীপাবলির আনন্দে যখন মাতোয়ার সকলে, তখন ছয় বছরের ওই শিশুকন্যা নিজের বাড়িতে ঢেকে ধর্ষণ করে সে। এরপর নির্যাতিতার শারীরিক অবস্থায় অবনতি হয়। পরিস্থিতি বেগতিক বুঝে তাকে খুন করে দেহ বাড়ির পাশেই একটি পুকুরে ফেলে দেয়।

এদিকে ততক্ষণে ওই শিশুকে খোঁজ করতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। শেষপর্যন্ত পুকুরে দেহ ভাসতে দেখেই মনার উপর চড়াও হন তাঁরা। শুরু হয় বেধড়ক মারধর। এমন মারধর করা হয় যে, কার্যত আধমার হয়ে যায় সে। শেষে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে, ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন  চিকিত্‍সক।

আরও পড়ুন:  Haroa: গাড়ি থেকে নামিয়ে বিধায়ককে ‘গণধোলাই’! কড়া পদক্ষেপের পথে তৃণমূল…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *