বিক্রম দাস: লিভ-ইন পার্টনারের সঙ্গে রাত্রিবাস! গড়ফায় ফ্ল্যাট থেকে উদ্ধার মহিলার দেহ। লিভ-ইন পার্টনারের সঙ্গে রাত্রিবাস! গড়ফায় ফ্ল্যাট থেকে উদ্ধার মহিলার দেহ। শুক্রবার রাতেও লিভ-ইন পার্টনারের সঙ্গে ছিল মহিলা। কীভাবে মৃত্য়ু, জানতে লিভ-ইন পার্টনারকেই জিজ্ঞাসাবাদ পুলিসের। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন, Kolkata Shootout: আলোর উৎসবের রাতে খাস কলকাতায় চলল গুলি! নারকেলডাঙায় আহত সিভিক…
জানা গিয়েছে, গত বৃহস্পতিবার গড়ফার শহীদনগর এলাকায় নিজের বয়ফ্রেন্ডের ফ্ল্যাটে এসেছিলেন ৩৫ বছরের ওই যুবতী৷ পুলিস সূত্রে খবর, ওই ফ্ল্যাটের ভিতরেই ওই যুবক এবং তাঁর বান্ধবী মদ্যপান করেন৷ গান চালিয়ে নাচানাচিও করেন তাঁরা৷
যদিও সঙ্গী দাবি করেছেন, দুপুরে ফ্ল্যাটে একাই ছিলেন ওই যুবতী। তিনি যখন ডাক্তার দেখিয়ে ফিরে আসেন, তখন তাঁকে ঘুমন্ত অবস্থায় দেখতে পান এবং বিকেল পর্যন্ত তাঁকে ডাকা হয়নি। কিন্তু সন্ধ্যাতেও তাঁর সাড়াশব্দ পাননি। সাড়া না পাওয়ায় পরিবারের সদস্যদের ও পুলিসকে খবর দেওয়া হয়। ১০০ নম্বর ডায়াল করে খবর পাঠানো হয় পুলিসকে।
এর আগেও গরফার একটি ফ্ল্যাট থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়। ফ্ল্যাটের মালিকের দেহ মেলে রেললাইনের ধার থেকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
আরও পড়ুন, Calcutta University: উধাও কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতাধিক উত্তরপত্র!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)