জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে গ্রেফতার বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার (Gan Bangla) চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস (Taposh)। জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় উত্তরা পূর্ব থানায় তার নামে মামলা করা হয়। রবিবার (৩ নভেম্বর) রাত ১২টায় ভাটারা প্রগতি সরণি এলাকা থেকে কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করা হয়েছে। গুলি করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চেয়ে সোমবার তাঁকে আদালতে তোলা হয়। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালত আদেশ দেন আপাতত জেল হেফাজতেই থাকবেন তাপস। রিমান্ড শুনানির জন্য আগামী ৬ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, ‘প্রাথমিক তদন্তে আসামি মামলার ঘটনার সঙ্গে জড়িত বলে জানা যায়। আসামিকে জামিনে মুক্তি দিলে আইনশৃঙ্খলার অবনতি, মামলার তদন্তে ব্যাঘাতসহ আসামির দেশ ত্যাগ করার আশঙ্কা রয়েছে। আসামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের কঠোর হস্তে দমন করার জন্য ক্ষমতাচ্যুত সরকারের নেতাকর্মীদের উসকানি প্রদান করেছেন। তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। তিনি এ মামলার ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। মামলার সঙ্গে জড়িত অপরাপর অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য এবং মামলার তথ্যপ্রমাণ উদ্ধার করতে আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে মামলার প্রকৃত রহস্য উদঘাটন, অজ্ঞাতনামা আসামি শনাক্ত ও গ্রেফতার এবং তথ্য প্রমাণ উদ্ধার করা সম্ভব হবে’।
মামলার সূত্রে জানা যায়, ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য ইশতিয়াক মাহমুদসহ অন্যরা ছাত্রজনতার সঙ্গে একত্রিত হয়ে উত্তরা পূর্ব থানাধীন ৪নং সেক্টরস্থ আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে ফাঁকা রাস্তার উপর পৌঁছামাত্র ঘোষণা দিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সন্ত্রাসী ক্যাডাররা দেশী ও বিদেশী অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে ইশতিয়াকের উপর অতর্কিত হামলা, মারধরসহ গুলি বর্ষণ করতে থাকে। আসামীদের ছোড়া গুলির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনিসহ ছাত্রদের অভিভাবক ও ছাত্রজনতা এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকে। পরে আসামিদের ছোড়া গুলি তার পেট, পিঠ, হাতে ও মাথায় লাগলে তিনি গুরুতর আহত হয়।পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা করা হয়।
আরও পড়ুন- Guru Prasad Death: আর্থিক অনটনে আত্মহত্যা? ফ্ল্যাট থেকে উদ্ধার জনপ্রিয় পরিচালকের পচা গলা দেহ…
এই ঘটনায় গত ২৯ অক্টোবর ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদ প্রাক্তন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এ মামলার এজাহারনামীয় ৯ নং আসামি হলেন তাপস। তাপস একাধারে গায়ক, সুরকার ও সংগীত পরিচালক। ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের একমাত্র সংগীতভিত্তিক টিভি চ্যানেল গান বাংলায় ভাঙচুর করা হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)