Thakurnagar: রাতে একসঙ্গে মদ থেকে বসেছিল দুই ভাই, আচমকাই ভয়ংকর কাণ্ড করল ছোটভাই


মনোজ মণ্ডল: নেশার ঘোরে দাদাকে পিটিয়ে মারল ছোট ভাই।  রবিবার গভীর রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর বড়া কেষ্টনগর এলাকায় | মৃত ব্যক্তির নাম অংশুমান ঢালী | তিনি বিদেশে কাজ করতেন | স্ত্রী চলে যাওয়ার পর দুই সন্তানকে নিয়ে তিনি বাড়িতেই থাকতেন | অভিযুক্ত ছোট ভাইয়ের নাম অমৃত ঢালী | পুলিস তাকে আটক করেছে।

আরও পড়ুন-‘খুন-ধর্ষণ করিনি, আমাকে শেখানো হচ্ছে কী বলতে হবে’, বিস্ফোরক দাবি সঞ্জয়ের

স্থানীয়রা জানিয়েছে তিন ভাই একসঙ্গে একই বাড়িতে থাকতো। মেজ ভাই দিন কয়েক শশুর বাড়িতে গিয়েছে। বউ চলে যাওয়ার পর থেকে দুই সন্তানকে নিয়ে অংশুমান ওই বাড়িতে ছিলেন। দুই ভাই একসঙ্গে মদ্যপান করে। রবিবার রাতে নেশা করার পর দুই ভাইয়ের মধ্যে চরম বিবাদ শুরু হয়। অভিযোগ সে সময় ছোট ভাই দরজার খিল দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করে।
 
সকালে উঠে বড় ভাইকে ঘুম থেকে না উঠতে দেখে ছোট ভাই নেশা কাটতেই দাদাকে ডেকে তুলতে না পেরে চিৎকার চেঁচামেচি শুরু করে। প্রতিবেশীরা ছুটে এসে দেখে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে| খবর পেয়ে পুলিস মৃতদেহটি উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে | পাশাপাশি ছোট ভাইকে আটক করে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *