প্রদ্যুৎ দাস: বাবা এবং মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে। ঘটনাস্থলে তদন্তে পুলিস। ঘরের ভেতর একই দড়িতে ঝুলছে বাবা মেয়ের দেহ! মঙ্গলবার সকালে বাবা মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি মহকুমার উত্তর খট্টিমারি বেলতলী এলাকায়। বাবার নাম বাদল রায় (৩৪) ও মেয়ের নাম কেয়া রায় (১১)।
জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে বাদল রায়কে ছেড়ে চলে যায় তার স্ত্রী। এরপর থেকে বাড়িতে ছোট্ট মেয়েকে নিয়েই থাকতেন বাদল রায়। স্ত্রী চলে যাওয়ার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন পেশায় দিনমজুর বাদল রায়। সবকিছুই ঠিকঠাক-ই চলছিল। কিন্তু এদিন সকাল থেকে বাদল রায়ের বাড়িতে কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। এরপর স্থানীয়রা বাদল রায় ও তার মেয়েকে ডাকাডাকি করেন । কিন্তু কোনও সাড়া পাওয়া যায়নি । এরপরই তাঁরা দেখতে পান, একই দড়িতে ঝুলছে বাবা ও মেয়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিস। পুলিস এসে দেহ দুটি উদ্ধার করে নিয়ে আসে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। মানসিক অবসাদ থেকেই বাবা ও মেয়ে আত্মহত্যা করেছেন নাকি এর পিছনে অন্য কোনও ঘটনা লুকিয়ে রয়েছে, তার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিস। দেহ দুটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন, Thakurnagar: রাতে একসঙ্গে মদ থেকে বসেছিল দুই ভাই, আচমকাই ভয়ংকর কাণ্ড করল ছোটভাই
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)