জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty)। কিছু মাস আগেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। বুকে পেসমেকারও বসে। তাঁর স্ত্রী অভিনেত্রী মিঠু চক্রবর্তীও স্তন ক্যানসারে আক্রান্ত ছিলেন। অপারেশন ও কেমো থেরাপির মাধ্যমে চিকিত্সাতেই আছেন তিনি। তবে অসুস্থতার কারণে নয়, অন্য কারণেই অভিনয় থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২০২৩ সালে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের অভিনীত সিনেমা ‘জেকে ১৯৭১’-এর প্রদর্শনীতে ঢাকায় যান ‘ফেলুদা’খ্যাত এই অভিনেতা। সিনেমার প্রদর্শনীর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অবসরের কথা বলেন সব্যসাচী। বিষয়টি নিয়ে জলঘোলাও কম হয়নি। সেই প্রসঙ্গ ফের সামনে আসায় সব্যসাচী চক্রবর্তী বলেন, ওই সময়ে তাঁর বক্তব্যের ভুল ব্যখ্যা করা হয়। তিনি বলেছিলেন যে আর ফেলুদা আর করবেন না কিন্তু লেখা হয় সব্যসাচী চক্রবর্তী আর অভিনয় করবেন না।
তবে এবার সত্যিই অবসর নিতে চান তিনি। এক সংবাদমাধ্যমে তিনি জানান যে এখন তিনি অবসর গ্রহণ করতে চান। কারণ তাঁর মনে হয় যে এখন আর তাঁর করার মতো কোনও চরিত্র নেই। তাঁর দাবি, হিরোর বাবা ছাড়া এখন আর কোনও চরিত্রই আসেন না। তাঁর দাবি সেই সব সিনেমার চরিত্র সংলাপ সবই এক। তাই তাঁর যুক্তি, নতুন কিছু না হলে তিনি আর অভিনয় করবেন না।
আরও পড়ুন- Rachna Banerjee | Jagadhatri Puja 2024: ‘ছেলে যেন পাশ করে যায়’! মা জগদ্ধাত্রীর কাছে প্রার্থনা রচনার…
প্রসঙ্গত. ১৯৫৬ সালের ৮ সেপ্টেম্বর ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন সব্যসাচী। ১৯৭৫ সালে এইচএসসি পাস করেন। হংসরাজ কলেজ থেকে বিএসসি ডিগ্রি লাভ করেন। ১৯৭৮ সালে দিল্লিতে এএমআই পরীক্ষায় উত্তীর্ন হন। ১৯৮৬ সালে মিঠু চক্রবর্তীকে বিয়ে করেন। তাদের সংসারে গৌরব ও অর্জুন নামে দুই ছেলে রয়েছে। থিয়েটার থেকে অভিনয় শুরু সব্যসাচীর। ‘তেরো পার্বন’ টিভি সিরিয়ালের মাধ্যমে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ‘রুদ্রসেনের ডায়েরি’ টিভি সিরিয়ালে প্রথম গোয়েন্দা চরিত্রে অভিনয় করেন। পরে বাঙালি গোয়েন্দা চরিত্রে তার সাবলীল অভিনয় মুগ্ধ করে দর্শকদের। সব্যসাচীর সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হচ্ছে- ফেলুদা। তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘অন্তর্ধান’। এছাড়াও তার অভিনীত সিনেমা হলো- ‘কাকাবাবু হেরে গেলেন’, ‘তিনকাহন’, ‘থানা থেকে আসছি’, ‘রয়েল বেঙ্গল রহস্য’, ‘ল্যাবরেটরি’, ‘গোরস্থানে সাবধান’, ‘ভূতের ভবিষ্যৎ’।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)