এবার রহস্যজনকভাবে উধাও দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কর্মী! বাড়ি ফিরে বললেন… A worker of Durgapur steel Plant returns home after being missing for 2 days


চিত্তরঞ্জন দাস: কোথায় গিয়েছিলেন? কেন-ইবা গিয়েছিলেন? দু’দিন নিখোঁজ থাকার পর এবার নিজে থেকেই বাড়ি ফিরলেন দুর্গাপুর স্টিল প্লান্টের (ডিএসপি) এক কর্মী। বললেন, ‘হারিয়ে গিয়েছিলাম’। তীব্র চাঞ্চল্য শিল্পশহরে।

আরও পড়ুন:  Bangaon: ১৫ বছরের দাম্পত্য়ের পর গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু! স্বামী…

স্থানীয় সূত্রে খবর, ওই ব্যক্তির নাম শের বাহাদুর। দুর্গাপুর স্টিল প্লান্টে অ্যাম্বুল্যান্স চালক পদে কর্মরত তিনি। দুর্গাপুর শহরেরই মার্কনী এভিনিউয়ের ডিএসপি-র আবাসনে থাকেন স্বামী-স্ত্রী। ছেলে-মেয়ে ও পরিবারের লোকেরা নেপালের বাসিন্দা। 

মার্কনী এভিনিউয়ের ডিএসপি আবাসনের কাছেই চন্ডীদাস বাজার। পরিবারের লোকেদের দাবি, সোমবার পায়ে হেঁটেই চন্ডীদাস বাজারে সবজি কিনতে গিয়েছিলেন শের বাহাদুর, কিন্ত আর বাড়ি ফেরেননি। নিজের মোবাইলটি রেখে গিয়েছিলেন বাড়িতে। ফলে তাঁর সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করা যাচ্ছিল না। খোঁজ না পেয়ে শেষপর্যন্ত বি-জোন ফাঁড়িতে নিখোঁজ ডায়ের করেন বন্ধুরা। কবে? সোমবার মধ্যরাতে।

আজ, বুধবার সন্ধ্যায় নিজেই আবার বাড়িতে ফিরে এলেন শের বাহাদুর। কোথায় গিয়েছিলেন? কেন গিয়েছিলেন? সেসব প্রশ্নের কোনও  জবাব দেননি তিনি। বাড়িতেই ফিরে ঘুমিয়ে পড়েন। পরিবার সূত্রে খবর, লটারির টিকিট কাটার নেশা ছিল শের বাহাদুরের। বহুবার নাকি পুরস্কার পেয়েছিলেন!তাহলে কি লটারিতে বড় অংকে পুরস্কার পেয়ে বিপদে পড়েছেন? তদন্ত নেমেছে পুলিস। প্রাথমিক তদন্তে জানা দিয়েছে, বাজারে প্রচুর দেনা রয়েছে ওই ডিএসপি কর্মীর। নেপালের ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি।

এর আগে,  দুর্গাপুর স্টিল প্লান্টের কাজে যোগ দেওয়ার পর হঠাত্‍-ই নিখোঁজ হয়ে যান এক আধিকারিকরা।  প্রায় ১৬ ঘণ্টা পর কারখানার ভিতর লিফটের নিচে তাঁর দেহ পাওয়া যায়।  মৃতের নাম সমিত ভট্টাচার্য। দুর্গাপুর স্টিল প্লান্টের (ডিএসপি) আরএমএইচপি বিভাগের জিএম (অপারেশন) পদে কর্মরত ছিলেন তিনি। 

আরও পড়ুন:  Arambagh: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার…অবসাদে চরম সিদ্ধান্ত বাইশের তরুণীর!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *