বদলের বাংলাদেশে গ্রেফতার জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার!


সেলিম রেজা। ঢাকা: হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। গ্রেফতার করেছে ঢাকার উত্তরা পশ্চিম থানার পুলিস। মঙ্গলবার মাঝরাতে রাজধানী ঢাকার উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসায় অভিযান চালায় পুলিস। সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন: Bangladesh: সংখ্যালঘুদের আন্দোলন থামাতে বড় পদক্ষেপ! বাংলাদেশে হিন্দু নেতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা 

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান। তিনি জানান, “হত্যাচেষ্টা মামলায় ঢাকার উত্তরা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানার পুলিস। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।” শমী কায়সার শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। এছাড়া ২০২৪-র নির্বাচনে বাংলাদেশের ফেনী-৩ আসনে আওয়ামী লীগের সমর্থন চেয়ে মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন তিনি। তবে সেই আসনটি থেকে মনোনয়ন পাননি তিনি।

আরও পড়ুন:Gan Bangla’s Taposh Arrest: বদলের বাংলাদেশে গ্রেফতার হাসিনা-ঘনিষ্ঠ তাপস, কোন মামলায় ৭দিনের রিমান্ডে গান বাংলার চেয়ারম্যান? 

অভিনয় থেকে বিরতি নেওয়ার পর আওয়ামী লীগে থেকে রাজনীতি করার পাশাপাশি দীর্ঘদিন তিনি-ক্যাবের সভাপতি ছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হলে ১৪ আগস্ট ই-ক্যাবের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন শমী কায়সার। তারপর তাঁর গ্রেফতারি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *