কিরণ মান্না: বিজেপি বুথ সভাপতি খুনের মামলায় গ্রেফতার তৃণমূল কর্মী। মেদিনীপুরের ময়নার ওই তৃণমূল কর্মীকে অনেকদিন ধরেই খুঁজছিল এনআইএ। আরও বেশ কয়েকজন ওই খুনের ঘটনায় পলাতক। বুধবার ময়নার বাকচার গোড়া মাহাল গ্রাম থেকে নবকুমার মণ্ডল নামে ওই তৃণমূল কর্মীকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্ত সংস্থা।
আরও পড়ুন-চিকেন ২২০; ফুলকপি ৪০, ছটের আগে অগ্নিমূল্য বাজার
২০২৩ সালের ১ মে খুন হন ময়না গোড়ামাহাল গ্রামের বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁইয়া। ওই খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত এপ্রিলের প্রথম সপ্তাহে এনআইএ তদন্তের আদেশ দেন। সেই নির্দেশের পর থেকে এনআইএর একটি প্রতিনিধি দল তদন্ত নামে। অভিযুক্তের তালিকায় ছিলেন ৩৪ জন। এর মধ্যে ৯ জন জেলে রয়েছেন। এরপর আজ এনআইএর হাতে গ্রেফতার হল আরও একজন।
জেলা পরিষদের সদস্য ও বিজেপি নেতা উত্তম সিং বলেন, আগেই আমরা বলেছিলাম পুলিস দলদাসে পরিণত হয়েছে। ২০২৩ সালের ১ মে তৃণমূল দুষ্কৃতীরা বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁইয়াকে তুলে নিয়ে গিয়ে খুন করে। পুলিস ৯ জনকে গ্রেফতার করেছিল। পুলিসের চার্জশিটের দৌলতে ৫ জন জামিন পেয়ে যায়। পরবর্তীতে এনআইএর তদন্তে তারা ফের গ্রেফতার হয়। বেশকিছুদিন ধরে এনআইএ তল্লাশি চালাচ্ছিল। আজ নবকুমার মণ্ডলকে গ্রেফতার হয়েছে। আরও যারা অভিযুক্ত রয়েছে যেমন মনোরঞ্জন হাজরা, সুজিত করকে খুঁজে বেড়াচ্ছে। আজ একজন গ্রেফতার হল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)