বরুণ সেনগুপ্ত: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মারাত্মক কাণ্ড করলেন সত্তরের বৃদ্ধা। প্রতিবেশীদের অভিযোগ, সম্পত্তি নিয়ে বিবাদ চলত মা-ছেলের মধ্যে। গতকাল তা চরমে ওঠে। তার জেরেই তিনতলা থেকে নীচে ঝাঁপ দেন সবিতা রায়(৭০) নামে ওই বৃদ্ধা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বরানগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে নিয়ে যাওয়া হয় আরজি কর হাসপাতালে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ছেলে রাজু রায়। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।
আরও পড়ুন-পূর্ব রেলের সঙ্গে জুড়ে যাচ্ছে দক্ষিণ-পূর্ব রেল, হাওড়া থেকে সরাসরি এবার লাল মাটির দেশে
বরানগর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে নবীন চন্দ্র দাস এলাকায় ছেলে, বউ ও নাতনিকে নিয়ে থাকতেন সবিতা রায়। গতকাল রাতে মত্ত অবস্থায় মায়ের গায়ে হাত তোলে রাজু। সেই অপমান সহ্য করতে না পেরেই তিনতলা থেকে ঝাঁপ দেন সবিতা। এমনটাই অভিযোগ প্রতিবেশীদের।
এদিকে, এনিয়ে সবিতা রায়ের পুত্রবধূ কাকলি রায় বলেন, ছেলের সঙ্গে ঝামেলা হচ্ছিল। শাশুড়ি আমাকে সবসময় চোর চোর বলে। উনি চাবি এদিক ওদিক রাখেন। তারপর খুঁজে পান না। উনি দাবি করেন, ওঁর গোপালের চুড়ি চুরি করেছি আমি। এনিয়ে মা-ছেলের ঝগড়া হচ্ছিল। তখন রাগের চোটে ও একটা চড় মেরেছে মাকে। তারপর ও বেরিয়ে চলে গিয়েছে। শাশুড়িও উপরে চলে যায়। শাশুড়ি থানায় যাওয়ার কথা বলতে থাকে। আমি ও আমার বাচ্চাটা ঘরে ছিলাম। এর মধ্যেই শাশুড়ি উপর থেকে ঝাঁপ দিয়েছে। আওয়াজ পেয়ে বাইরে এসে দেখি উনি পড়ে রয়েছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)