জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বসের থেকে ছুটি চাওয়ার জন্য এখনও কর্মচারীরা ইতস্তত বোধ করেন। কীভাবে বলবেন সেটাই কয়েকবার প্র্যাকটিস করে নেন মনে মনে, কিংবা মেইল করলে সেটাই বারবার পড়ে দেখেন ঠিক আছে কিনা। তবে এই জেন জি কর্মচারীর ছুটি চাওয়ার কায়দাটা একটু অন্যরকম। এতটাই অন্যরকম যে নেটপাড়ায় ভাইরাল হয়ে গিয়েছে তার মেইল, আর সেই মেইলের স্ক্রিনশট পোস্ট করেছেন খোদ তার বস।
how my gen z team gets its leaves approved pic.twitter.com/RzmsSZs3ol
— Siddharth Shah (@siddharthshahx) November 5, 2024
আরও পড়ুন: Malbazar: এ কার পায়ের ছাপ? এলাকায় বাঘ? ভয়ংকর আতঙ্কের আবহাওয়া, চারিদিকে চাঞ্চল্য…
ছুটি চাইছেন কর্মচারী, বসের কাছে ইমেল করেছেন। তাতে শুধু লেখা, ‘৮ নভেম্বর ছুটিতে থাকছি। বাই।’ ছুটির এই ইমেল রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সিদ্ধার্থ শাহ নামে এক ব্যাক্তি ইমেল–এর স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন,’যে ভাবে আমার জেন জি টিম নিজেদের ছুটি মঞ্জুর করায়।’ বেশি ভনিতা না করে একেবারে সরাসরি মূল বক্তব্য সামান্য কথায় তুলে ধরেছেন ওই কর্মচারী। সোশ্যাল মিডিয়ায় এই ইমেল–এর স্ক্রিনশট পোস্ট হতেই প্রচুর লাইক ও রিচ পেয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল অনুমতির কোনও প্রয়োজন ওই কর্মচারী মনে করেননি। উনি শুধু জানিয়েছেন যে উনি ছুটি নিচ্ছেন। এই স্ক্রিনশট ভাইরাল হওয়ার পর কাজের জায়গায় কমিউনিকেশন কেমন হওয়া উচিত, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কর্মীদের বসের কাছে ছুটি চাওয়া উচিত নাকি কেবল জানালেই কাজ হবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন: Chhath Puja 2024: রাতে এই নদীতে জল খেতে আসে বন্যপ্রাণী! তাহলে কী ভাবে হবে ছট পুজো?
এদিকে জেন জি কর্মচারীর এই কাণ্ড দেখে হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। বসকে এ ভাবে বাই বলায় ঔদ্ধত্য প্রকাশ পেয়েছে বলেই মনে করছেন কেউ কেউ। পোস্টেই অনেকে নিজের মতামত জানিয়েছেন। যেমন এক ব্যবহারকারী লিখেছেন, ‘আমি ম্যানেজারকে এই মেসেজ পাঠালে তিনি আমার ব্যবহার নিয়ে আলোচনার জন্য এইচআর-এর সঙ্গে মিটিং শিডিউল করতেন।’ অন্য একজন আবার লিখেছেন, ‘এটিকে স্বাভাবিক করুন। কর্মচারীদের ছুটি নেওয়ার জন্য কারণ দিতে হবে না। এটা তাদের অধিকার।’ তৃতীয় ব্যবহারকারীর মন্তব্য করেছেন,’আমার জেন জি টিমের একজন সদস্য হঠাৎ করেই ১ সপ্তাহের জন্য ছুটি ঘোষণা করেন। এটা প্রজেক্টের জন্য খুব গুরুত্বপূর্ণ সময় ছিল। তাই আমি আটকানোর চেষ্টা করি। কিন্তু সে পাত্তাই দেয়নি।’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)