Abhishek Bachhan | Nimrit Kaur:এবার বিয়ের পিঁড়িতে নিমরত! অভিষেকের সঙ্গে প্রেমের জল্পনার মাঝেই বিস্ফোরক অভিনেত্রী… Amid all of abhishek bachhan and nimrit kaur relationship rumors Nimrat statement on marriage has gone viral


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিষেক। ‘দশভি’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন অভিষেক ও নিমরত, এই ছবির শুটিং থেকেই নাকি দু’ জনের প্রেম শুরু। সেই নিয়ে চলছে গোটা বলিউডে ‘গ্রে ডিভোর্সের’ জল্পনা। শোনা যাচ্ছে বিগ বি-ও নাকি মদত দিচ্ছে অভিষেকের এই পরকীয়ায়। ‘দশভি’ ছবিতে নিমরতের কাজ দেখার পর এতটাই খুশি হয়েছিলেন যে অমিতাভ যে নিজের হাতে ফুল পাঠিয়েছিলেন নিমরতকে। সঙ্গে লিখেছিলেন চিঠিও। 

আরও পড়ুন: Saurav Das: সেকেন্ডহ্যান্ড গাড়ি কিনে বিপাকে সৌরভ! ডিকি থেকে উদ্ধার বোমা…

এইসব ঘটনার কারণেই বহু বছরের বৈবাহিক জীবনের ফাটল ধরেছে এই দম্পতির, ক্রমশ বচ্চন পরিবারের সঙ্গে দূরত্ব বাড়ছে ঐশ্বর্যের। এদিকে নেটপাড়ায় বেড়ে চলেছে ঐশ্বর্যের প্রতি নেটিজেনদের সহানুভূতি। যদিও অভিষেক বচ্চন ও ঐশ্বর্য দুজনেই এই বিষয়ে কোনও মন্তব্য করেননি, বরাবরই বচ্চন পরিবার যেকোনও ঘটনাই চার দেওয়ালের মধ্যেই রাখতে পছন্দ করেন, এখনও তারই চেষ্টা চলছে। 

আরও পড়ুন: Suniel Shetty Injured: শ্যুটিংয়ে গুরুতর আহত সুনীল শেট্টি! সেটেই তড়িঘড়ি ডাকা হল ডাক্তার, হল এক্স-রে…

অবশেষে এই নিয়ে নীরবতা ভাঙলেন নিমরত। সম্প্রতি এক সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে নিমরত জানিয়েছেন, তিনি  ‘সিঙ্গল’। একাকিত্ব নিয়ে কথা বলেন ‘লাঞ্চ বক্স’-এর অভিনেত্রী। ‘সিঙ্গল’ মহিলাদের ঘোরার টিপসও দেন তিনি। সেখানে তিনি বলেন ‘আমাকে প্রায়ই জিজ্ঞেস করা হয় আমি কবে করবো বা কেন এখনও বিয়ে করছি না?’ তারই উত্তরে নিমরিত বলেন ‘বিয়ে করাটা সম্পূর্ণ নিজস্ব সিদ্ধান্ত, সামাজিক কোনও চাপে পড়ে বা তাড়াহুড়ো করে এই সিদ্ধান্ত, নেওয়া ঠিক নয়। এমন নয় যে আমি বিয়ে করতে চাইনা, শুধুমাত্র সঠিক জীবনসঙ্গীর অপেক্ষায় আছি।’

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *