Anubrata Mondal: কোর কমিটির বৈঠকে কেষ্ট! মিটতে চলেছে কাজল-অনুব্রতর ঠাণ্ডা লড়াই?


প্রসেনজিত্‍ মালাকার: কোর কমিটি আরও সক্রিয় থাকুক, নেতাদের দূরত্বও মেটাতে চাইছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কোর কমিটির বৈঠকে থাকবেন অনুব্রত মণ্ডল। সাংবাদিক বৈঠক করে জানালেন বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। কোর কমিটির বৈঠকে কি ঘুচতে চলেছে কাজল-কেষ্ট ঠাণ্ডা লড়াই বা দূরত্ব? সেই প্রশ্নই এখন জেলার রাজনৈতিক মহলে। এছাড়া, কোর কমিটির বৈঠকে অনুব্রত মণ্ডলের ভূমিকা কি হবে? ১৬ নভেম্বর সেদিকেই নজর সকলের৷

আরও পড়ুন, Firhad Hakim: “রেখাকে কুকথা বলিনি”, সাফাই ফিরহাদের?

অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূমের সাংগঠনিক হাল ধরার জন্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি গঠন করেছিলেন ৷ এই কোর কমিটিতে আছেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ আশিষ বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ। ২ বছর পর গোরু পাচার ও আর্থিক তছরুপের মামলায় জামিন পেয়ে বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল। কিন্তু, এখনও সক্রিয় রয়েছে কোর কমিটি।

তবে অনুব্রত ফিরতেই কোর কমিটির সদস্য কাজল শেখের সঙ্গে স্নায়ুযুদ্ধ অব্যাহত। বিজয়া সম্মীলনীর কোন মঞ্চে এক সঙ্গে দেখা যায়নি কাজল-কেষ্টকে৷ এমনকি, সংবাদমাধ্যমে দুজনের ইঙ্গিতপূর্ণ মন্তব্যও ঠান্ডা লড়াইকে স্পষ্ট করে দিয়েছে ৷ অন্যদিকে, কোর কমিটির বৈঠক কেন ডাকা হচ্ছে না, এই নিয়ে একাধিকবার সরব হয়েছেন জেলা সভাধিপতি কাজল শেখ।

এদিন, বোলপুর দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক ডেকে কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী জানান, ১৬ নভেম্বর বিকেল ৩ টেয় বোলপুরের তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠক হবে৷ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বৈঠকে অনুব্রত মণ্ডল উপস্থিত থাকবেন অর্থাৎ কোর কমিটির বৈঠকে কাজল-কেষ্ট মুখোমুখি হতে চলেছেন ৷ এই বৈঠক নিয়ে একাধিক প্রশ্ন জেলার রাজনৈতিক মহলে। কোর কমিটির বৈঠকে কি ভূমিকা নেবেন অনুব্রত মণ্ডল? বৈঠকের পর কি কাজল-কেষ্ট দূরত্ব কমবে? এই প্রশ্নগুলোই ঘুরছে ৷ 

বিকাশ রায়চৌধুরী বলেন, “আমাদের নেত্রী যেমন নির্দেশ দিয়েছেন সেই মত কোর কমিটির বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে অনুব্রত মণ্ডল থাকবেন৷ আমাদের মধ্যে কোন দ্বন্দ্ব নেই, এই ধারনা দূর করতেই সাংবাদিক বৈঠক ডেকেছি৷ আমরা বৈঠকে সিদ্ধান্ত নেব আগামীর কর্মসূচি কি হবে? সবার মতামত নিয়েই সব সিদ্ধান্ত নেওয়া হবে।”

আরও পড়ুন, Malda: মোবাইল গেমে তীব্র আসক্তি! বাবা-মা বকাবকি করতেই, ছেলে যে ভয়ংকর কাণ্ড করে বসল…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *