জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সূর্যকুমার যাদবের ( Suryakumar Yadav) নেতৃত্বে টিম ইন্ডিয়া এই মুহূর্তে আফ্রিকান সাফারিতে। আইদেন মারক্রমের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে সূর্যের টিম ইন্ডিয়া। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলটা প্রায় বদলেই গিয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা আজ অবসরে। এছাড়াও বর্ডার-গাভাসকর ট্রফির জন্য় অনেক তারকাই নেই ম্য়ান্ডেলার দেশে। ফলে টিম ইন্ডিয়া এক ভিন্ন স্কোয়াড নিয়েই এসেছে। ভিভিএস লক্ষ্মণ এই টিমের মাথায়!
দলে রয়েছেন একাধিক নতুন মুখ। নীল জার্সিতে অভিষেক করতে চলেছেন তাঁরা। শুক্রবার অর্থাত্ আজ ডারবানের কিংসমিড স্টেডিয়ামে প্রথম খেলা। অভিষেক হতে পারে তরুণ পেসার বিজয়কুমার বৈশাক ও পাওয়ারহিটার রমনদীপ সিংয়ের। আর তাঁদের সঙ্গে নেটপাড়ায় পরিচয় করিয়ে দিলেন সূর্যকুমার। ঠিক যেভাবে কোনও রাঁধুনি নতুন পদের পরিচয় করান, সেভাবেই সূর্য করালেন আলাপচারিতা। বিসিসিআই-এর এই ভিডিয়ো নেটপাড়ায় রাতারাতি ভাইরাল হয়ে গেল।
আরও পড়ুন: শুক্রে শুরু সূর্যদের আফ্রিকান সাফারি, কখন কোথায় কীভাবে দেখবেন ইন্ডিয়া-প্রোটিয়া?
এদিন ডারবানের কিংসমিড ক্রিকেট স্টেডিয়ামে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম ম্য়াচ। এরপর ১০ নভেম্বর দ্বিতীয় ম্য়াচ গাবেখার সেন্ট জর্জ’স পার্কে। সিরিজের তৃতীয় ও ম্য়াচ সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে। ১৫ নভেম্বর ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সরিজের চতুর্থ ও শেষ টি-২০ আই ম্য়াচ।
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, তিলক ভার্মা, জিতেশ শর্মা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, বিজয়কুমার বৈশাক, আবেশ খান ও যশ দয়াল।
দক্ষিণ আফ্রিকার টি-২০ স্কোয়াড: আইদেন মারক্রম (অধিনায়ক), ওটনিল বার্টম্য়ান, জেরাল্ড কোয়েটজি, ডোনোভ্য়ান ফেরেরা, রেজা হেনরিক্স, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, প্যাট্রিক ক্রুগার, কেশব মহারাজ, ডেভিড মিলার, মিহলালি, মঙ্গওয়ানা, নাবা পিটার, রায়ান রিকেলটন, অ্যান্ডিল সিমলেন, লুথো সিপামলা (তৃতীয় ও চতুর্থ টি-২০ ম্য়াচে) ও ট্রিস্টান স্টাবস
আরও পড়ুন: এ বলে আমায় দেখ, ও বলে আমায়, সিংহাসনের ঐতিহাসিক লড়াই, আজ সতীর্থরাই প্রতিদ্বন্দ্বী!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)