তখন অনেক রাত, করতে হবে অশ্লীল নাচ! অরাজি হতেই…।beating artists as they denied to dance obscenely police intervenes mecheda Midnapore


কিরণ মান্না: জোর করে বেশি রাত পর্যন্ত শিল্পীদের অশ্লীল নাচ করানোর চেষ্টা। অশ্লীল নাচ করতে না চাইলে শিল্পীদের মারধরের অভিযোগ একটি ক্লাবের পুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে। নন্দকুমারের ঠেকুয়া বাজার-সংলগ্ন এলাকার ঘটনা। নন্দকুমার থানার পুলিস দুজনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: Salman Rushdie: নিষেধাজ্ঞা উঠে গেল রুশদির ‘দ্য স্যাটানিক ভার্সেস’ থেকে! এবার যে কোনও ভারতীয় বইটি নির্দ্বিধায়…

কী ঘটেছিল? তিন ঘণ্টা স্টেজে প্রোগ্রামের বুকিং থাকলেও সাড়ে চার ঘণ্টা প্রোগ্রাম করানো হয়। রাত্রি নটা থেকে দেড়টা পর্যন্ত প্রোগ্রাম করেন শিল্পীরা। এরপর মদ্যপ অবস্থায় অশ্লীল নৃত্য করতে জোরাজুরি করা হয়। না শুনলে মারধর করা হয়। মারধর করা হয় প্রোগ্রাম অর্গানাইজার-সহ মহিলা শিল্পীদেরও।

একটি পুজো উপলক্ষে বৃহস্পতিবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গিয়েছিল মেচেদার একটি নাচের দলের শিল্পীরা। অনুষ্ঠানের জন্য অগ্রিম ২০০০ টাকা নিয়েছিলেন তাঁরা। বাকি টাকা অনুষ্ঠানের শেষে দেওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে অনুষ্ঠানের পরে নৃত্যশিল্পীদের দলের সঙ্গে ক্লাব কমিটির যুবকদের বিরোধ বাধে। তারা দাবি তোলেন, অশ্লীল নৃত্য করতে হবে। সেই কথায় রাজি হন না নাচের টিমের অর্গানাইজার যুবক। এরপর গ্রিনরুমে ঢুকে মারধর চালায় মহিলা শিল্পী-সহ অর্গানাইজার যুবকদের উপর। ব্যাপক শারীরিক হেনস্তার অভিযোগ উঠেছে ওই ক্লাবের বিরুদ্ধে। আক্রমণে নৃত্যশিল্পীদের বেশ কয়েকজন আহত হয়েছেন। মোবাইল আছাড় মেরে ভেঙে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Bangladesh: হিন্দুদের উপর অত্যাচার এবার বন্ধ করতে হবে! ইউনূসের বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি মোদীর…

নন্দকুমার থানার পুলিস সূত্রের খবর, এসব অনুষ্ঠানের কোনও পারমিশন ছিল না। পারমিশন না নিয়ে অধিক রাত পর্যন্ত অনুষ্ঠান চালাচ্ছিল ওরা। আরো নাচ-গান করার জন্য দর্শকের সঙ্গে ক্লাব কমিটির যুবকেরা জোরাজুরি করছিলেন। যে কারণে গন্ডগোল বাধে। দুজনকে গ্রেফতার করা হয়েছে। ক্লাব কমিটির এক যুবকও আহত হয়েছেন বলে খবর। পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *