এ কী চেহারা! মুখ ভর্তি দাড়ি-গোঁফ, লম্বা চুলে ভিকিকে দেখে চেনা দায়… Vicky took to Instagram where he shared his upcoming movie and he is acting as parashurama


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউড স্টার ভিকি কৌশল অমর কৌশিক পরিচালিত আগাম ছবি মহাবতার-এ চিরঞ্জীবী পরশুরামের চরিত্রে অভিনয় করতে চলেছে। ছবিটি  ২০২৬ সালের ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে।

আরও পড়ুন- Toxic levels of lead in Turmeric: আপনি আমিও বাদ নেই, রান্নার হলুদে ভয়ংকর সীসা! নষ্ট কিডনি…

ভিকি তার ইনস্টাগ্রামে, সিনেমাটির ছবি পোস্টারের এক ঝলক শেয়ার করেছেন, যেখানে তাঁকে দেখা যাচ্ছে লম্বা চুল, রুক্ষ দাড়ি এবং ওই লুকে অভিনেতাকে চেনাই যাচ্ছেনা। একটি পোস্টারে, অভিনেতা তাঁর হাতে রুদ্রাক্ষ পড়ে আছেন, সেই ছবিতে তাঁকে অস্ত্র নিয়েও দেখা যায়।

আরও পড়ুন- Dev | Khadan: বড়দিনে ‘রাজা’ দেব! একঝলকেই তুলকালাম নেটপাড়া…

মাসান অভিনেতা সেই ক্যাপশনে লেখেন দীনেশ ভিজান ধর্মযুদ্ধের গল্পকে জীবন্ত করে তুলেছেন! অমর কৌশিক পরিচালিত মহাবতারে চিরঞ্জীবী পরশুরামের চরিত্রে ভিকি কৌশল অভিনয় করেছেন। বড়পর্দায় ক্রিসমাস ২০২৬-এ মুক্তি পাবে এই ছবি। 

আরও পড়ুন- Rupali Ganguly: সত্‍ মেয়ের বিরুদ্ধে ৫০ কোটির মানহানি মামলা রুপালীর, মামলার নোটিস পেয়েই…

তবে এই ছবিটির বাকি তথ্য গোপন রয়েছে। পরশুরাম, যিনি পরশুরাম অবতার নামেও পরিচিত, যিনি ছিলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার। এই অবতারে ভগবান বিষ্ণু ছিলেন মানব রূপে। তিনি চক্রবর্তী সম্রাট কার্তবীর্য অর্জুনকে থামাতে অবতার হিসেবে পৃথিবীতে এসেছিলেন কারণ সম্রাট কার্তবীর্যের অহংকার বেড়েই চলেছিল। পরশুরাম ছিলেন চিরঞ্জীবী,অর্থাৎ তিনি অমর। এছা়ড়ও তিনি ছিলেন দেবাদিদেবের ভক্ত। 

আরও পড়ুন- Abhishek Bachhan | Shweta Bachhan: ‘অভিষেক ভয় পাচ্ছে’, ঐশ্বর্যর সঙ্গে বিচ্ছেদের জল্পনার মাঝেই ভাইরাল শ্বেতার মন্তব্য…

ভার্গব বংশে রামভদ্র নামে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীকালে তাঁর নাম হয় পরশুরাম। যখন তিনি মহাকালের পরশু (কুঠার অস্ত্র) লাভ করেন এবং অসুরদের বিরুদ্ধে লড়াইয়ের সময় দেবতাদের হাতে সেই অস্ত্র তুলে দেন। যদিও সেই যুদ্ধে দেবগণ হেরেছিলেন।

আরও পড়ুন- P. C. Sorcar Junior: ৩ মেয়ের জন্য ‘পাত্র চাই’, সংবাদপত্রে জুনিয়র পিসি সরকারের বিজ্ঞাপন ঘিরে হইচই…

রিপোর্ট অনুযায়ী, তিনি ভীষ্ম, দ্রোণাচার্য এবং কর্ণকে যুদ্ধ ও অস্ত্রবিদ্যা শেখান, তিনি মহাভারতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ভীষ্মকে হত্যা করার জন্য অম্বার অনুরোধ পূরণ করতে ভীষ্মের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, যদিও তা করতে তিনি ব্যর্থ হন। 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *