জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৯০-এর দশকে যখন জুহি চাওলার কেরিয়ার পাহাড়ের চূড়ায় তখন তিনি গোপনে ব্যবসায়ী জয় মেহেতার সঙ্গে গাঁটছড়া বাঁধেন এবং এই কথা কাকপক্ষীদেরও টের পেতে দেয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, তাদের এই গোপন বিয়ে সম্ভব হয়েছে কারণ তাদের বিয়েতে ফোনের ক্যামেরা ব্যবহার করা হয়নি। অভিনয় জগতে কাজ হারানোর ভয়ে ‘স্বর্গ অভিনেত্রী’ পুরো বিষয়টিকে লুকিয়ে গেছেন। বর্তমানে জয় মেহেতা এবং জুহি চাওলার দুই সন্তান রয়েছে, জানভি ও অর্জুন।
আরও পড়ুন- Toxic levels of lead in Turmeric: আপনি আমিও বাদ নেই, রান্নার হলুদে ভয়ংকর সীসা! নষ্ট কিডনি…
এক সাক্ষাৎকারে ‘ভাগ্যবান’ অভিনেত্রী বলেন, ‘আমি আমার কেরিয়ারে প্রতিষ্ঠিত হয়েছি, বেশ ভালোভাবে কাজ করছি তখনই জয় আর আমি ডেট করছিলাম, তবে আমার কাজ হারানোর ভয় হচ্ছিল। তবে আমি সম্পর্ক থেকেও বেরিয়ে আসতে পারতাম না, আর কাজও ছেড়ে দিলেও আমি নিজেকে হারিয়ে ফেলব। এত কিছু ভেবে আমি কাজ ও প্রেম দুই বেছে নিয়েছিলাম, তবে ঠিকই করে নিয়েছিলাম প্রেমটা করবো গোপনে।
আরও পড়ুন- Dev | Khadan: বড়দিনে ‘রাজা’ দেব! একঝলকেই তুলকালাম নেটপাড়া…
আরও বলেন যে জুহি এত কিছুর মধ্যে তাঁর মাকে হারান। তিনি বলেন, ‘আমি সেই বছরেই মাকে হারাই যা আমাকে পুরোপুরিভাবে ভেঙে দিয়েছিল, আমার মনে হয়েছিল যে আমি বোধহয় আমার সব হারিয়ে ফেলেছি যা যা আমি ভালোবাসি, আমার কাজ, আমার মা-সব শেষ।’
আরও পড়ুন- Rupali Ganguly: সত্ মেয়ের বিরুদ্ধে ৫০ কোটির মানহানি মামলা রুপালীর, মামলার নোটিস পেয়েই…
অভিনেত্রী জানান, তাঁর শ্বাশুড়ি একটি ছোট আয়োজনের মধ্যে দিয়ে কীভাবে বিবাহপর্ব মেটায়। অভিনেত্রীর শ্বাশুড়ি প্রায় ২০০০ লোকের আমন্ত্রণপত্র ক্যান্সেল করে, যা আগেই বিদেশে পাঠানো হয়ে গিয়েছিল। সেই বিরাট অনুষ্ঠানের বদলে খুবই কাছের আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়েই অভিনেত্রী, ব্যবসায়ী জয় মেহেতার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন। এই ব্যক্তিগত বিবাহ অনুষ্ঠান দম্পতির কাছে আরও স্পেশাল হয়ে ওঠে।
১৯৯৮ সালে যখন অভিনেত্রী ডুপলিকেট সিনেমার জন্য শ্যুট করেন, তখন তিনি খবর পান,তাঁর মা মোনা চাওলা মারা যান। ১৯৯০ সালে জয় মেহেতার প্রথম বউ সুজাতা বিরলা বিমান দুর্ঘটনায় মারা যান।
আরও পড়ুন- P. C. Sorcar Junior: ৩ মেয়ের জন্য ‘পাত্র চাই’, সংবাদপত্রে জুনিয়র পিসি সরকারের বিজ্ঞাপন ঘিরে হইচই…
গুলাব রং অভিনেত্রী বলেন ‘জয় সবসময়ই আমার সুখ-দুঃখে সঙ্গ দিয়েছেন, পাশে থেকেছেন। ও সবসময় আমার জন্য ফুল, উপহার নিয়ে তৈরি থাকত। আমার জন্মদিনে একবার মনে আছে এক ট্রাক ভর্তি লাল গোলাপ নিয়ে এসেছিলেন। আমার জন্য ও যা যা করতে পারে ও তাই করেছে। একবছর পর ও আমাকে প্রোপোজ করে।’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)