‘আমি হতাশ, এরপর রাজনীতিতে থাকব কিনা ভাবব’! TMC Councillor sushanta ghosh reacts after attack in Kasba


জি ২৪ ঘণ্টা ডিজিটাস ব্যুরো: কসবায় ‘আক্রান্ত’ তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। বললেন, ‘আমি হতাশ, আমি শকড। দলের কেউ এখনও যোগাযোগ করেনি। এরপর রাজনীতি তে থাকব কিনা ভাবব’। 

আরও পড়ুন:  TMC Councillor: খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ‘গুলি চালানোর চেষ্টা’!

কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। কসবাতেই থাকেন তিনি। আজ শুক্রবার সন্ধেয় বাড়ির কাছেই বসেছিলেন সুশান্ত। কাউন্সিলরের অভিযোগ, ‘সংবাদমাধ্যমের দু’জন বন্ধু এসেছিল বিজয়া করতে। তাঁদের সঙ্গে বসেই চা খাচ্ছিলাম। হঠাত্‍ করে একটি ছেলে বাইকে করে নেমে, বাচ্চা ছেলে, সতেরো-আঠেরো বছর বয়স হবে। হঠাত্‍ করে কোমর থেকে ম্যাগাজিন বের করে, আমার বুকের মধ্যে লাগিয়ে ট্রিগার টিপে দেয়। ভাগ্য ভালো থাকায় লক হয়ে যায় গুলি বেরোয় না। এরপর তাড়া করে তাঁদের ধরা হয়। পুলিস নিয়ে গিয়েছে। বড় কেউ পিছনে থাকতে পারে, ছোটখাটো ব্যাপার নয়’।  

ওই যুবককে আটক করেছে কসবা থানার পুলিস। পুলিস সূত্রে খবর, সে নাবালক। বাড়ি, বিহারের বৈশালিতে। কী তার পরিচয়? কেন-ইবা ভরসন্ধেয় কাউন্সিলরের উপর হামলা? নেপথ্যে কারা? তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় তুমুল চাঞ্চল্য।

কাউন্সলিরের বাড়ির সামনে লাগানো ছিল সিসি ক্যামেরা। তাতেই ধরা পড়েছে গোটা ঘটনাটি। দেখা যাচ্ছে, অভিযুক্ত তখন গুলি চালানোর চেষ্টা করছেন। বিপদ বুঝে প্রথমেই লাথি চালান সুশান্ত। তারপর নিজেই তাঁকে ধরতে ছুটে নিজেই। সঙ্গে অনুগামীরা। তবে যে দু’জনের বাইকে করে এসেছিলে, তাঁদের মাথায় ছিল হেলমেট। ফলে অভিযুক্তদের ছবি ধরা পড়েনি সিটি ক্যামেরা। ঘটনার প্রতিবাদে কসবায় পথ অবরোধ করেন কাউন্সিলরের অনুগামীরা।

আরও পড়ুন:  Kolkata Book Fair 2025: এই বছর কি থাকবে বাংলাদেশের স্টল ? কবে কলকাতা বইমেলার উদ্বোধন…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *