রনয় তেওয়ারি: শারদ উৎসবের পরে এই রাজ্যের সবচেয়ে বড় উৎসব, আন্তর্জাতিক কলকাতা বইমেলা। আগামী ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন ২৮ জানুয়ারি। মেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি সাহিত্যিক ও অন্যান্য গুণিজনেরা। স্থান, বইমেলা প্রাঙ্গণ, সল্টলেক।
আরও পড়ুন: Howrah Bridge: শনি থেকে ‘বন্ধ’ হাওড়া ব্রিজ! কোন পথে চলবে যানবাহন? জারি বিজ্ঞপ্তি…
বর্তমানে আন্তর্জাতিক কলকাতা বইমেলা পৃথিবীর বৃহত্তম পাঠকধন্য বই উৎসব। ২০২৪ সালের বইমেলায় এসেছিলেন ২৭ লক্ষ বইপ্রেমী মানুষ। বই বিক্রি হয়েছিল ২৩ কোটি টাকা। এই অভাবনীয় সাফল্যের ফলে যেমন সবাই আনন্দিত, তেমনই কিছুটা চিন্তান্বিতও। কারণ, আগামী বইমেলায় অংশগ্রহণের জন্য অনেক নতুন প্রকাশক আবেদন করেছেন। অথচ বইমেলা প্রাঙ্গণের পরিসর একই রয়েছে। ফলে স্টলের সংখ্যা গত বছরের তুলনায় বাড়ানো সম্ভব হবে না। যদিও চেষ্টা করা হচ্ছে, কীভাবে এবারের বইমেলার প্রাঙ্গণকে অতিথিদের জন্য আরও সুগম করে তোলা যায়।
আন্তর্জাতিক কলকাতা বইমেলার ৪৮ বছরের ইতিহাসে, এই প্রথম ফোকাল থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করছে সাহিত্য ও সংস্কৃতিতে এক ঐতিহ্যমণ্ডিত দেশ- জার্মানি। ১৯৭৬ সালে কলকাতা বইমেলা আয়োজনের প্রথম চিন্তাভাবনা এসেছিল জার্মানির ফ্র্যাঙ্কফুট বইমেলা থেকেই। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের প্রতিষ্ঠাতা সদস্যরা নিয়মিত যেতেন ফ্র্যাঙ্কফুট বইমেলায়। পরবর্তীকালে ফ্র্যাঙ্কফুট বইমেলার বহু প্রতিনিধিরাও এসেছেন আন্তর্জাতিক কলকাতা বইমেলায়। ১৯৮৪ এবং ২০০৬ সালে যখন ভারত ফ্র্যাঙ্কফুট বইমেলার থিম কান্ট্রি ছিল, তখনও গিল্ড পূর্ব ভারতের প্রকাশকদের প্রতিনিধিদের নিয়ে ফ্ল্যাঙ্কফুট বইমেলায় অংশগ্রহণ করেছিল।
আরও পড়ুন: Oudh 1950: শীতের মরসুমে ‘দ্য গ্রেট কাবাব ফেস্টিভ্যাল’! মুঘল ঘরানার একমাত্র ঠিকানা ‘অওধ ১৫৯০’!
প্রতিবছরের মতো আগামী ২০২৫ বইমেলায় অংশগ্রহণ করছেন গ্রেট ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, ইতালি, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং লাতিন আমেরিকার অন্যান্য দেশ। এছাড়া থাকছে ভারতের অন্যান্য রাজ্য, যেমন দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, তামিলনাডু, গুজরাট, মহারাষ্ট্র, বিহার, অসম, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, কেরালা, উড়িষ্যা ইত্যাদি। রাজ্যের প্রকাশনাও থাকছে। যথারীতি থাকবে লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়ন, চিলড্রেনস প্যাভিলিয়ন ও অন্যান্য আকর্ষণও। আন্তর্জাতিক কলকাতা বইমেলার অন্যতম আকর্ষণ, কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল, KLF, অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি ২০২৫-এ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)