Awas Yojana: দিন শুরু হয় পাতা সেলাই করে, আবাস দুর্নীতির মধ্যেই ‘স্বচ্ছ’ প্রধান, প্রশংসায় পঞ্চমুখ বিরোধীরাও


চিত্তরঞ্জন দাস: রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে শাসক দলের নেতাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। আবাস যোজনার বাড়ি নিয়ে চরম বিতর্কের মুখে রাজ্য প্রশাসন। তারই মধ্যে এ যেন উলোটপুরাণ। পুরনো একটি টালির ছাউনি দেওয়া মাটির বাড়ি। তাতেও আবার ফাটল, জরাজীর্ণ অবস্থা। সেখানেই থাকেন পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের প্রধান পাকুমনি সোরেন। বাড়ির অবস্থা খারাপ হলেও তিনি বাড়ির জন্য আবাস যোজনায় আবেদনও করেননি।

আরও পড়ুন-কসবাকাণ্ডে ব্রেক থ্রু, গ্রেফতার মাস্টারমাইন্ড ইকবাল!

কষ্ট হলেও মানুষের সেবা করেই এগিয়ে যেতে চান তিনি। প্রধানের সততা দেখে গর্বিত এলাকাবাসী। প্রশংসায় পঞ্চমুখ মন্ত্রী থেকে বিরোধীরাও। কাঁকসার মলনদিঘী গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম ঘটকডাঙা থেকে উঠে এসেছেন তিনি। জনতার ভোটে জয়লাভ করে বসেছেন প্রধানের পদে। তারপর থেকেই তিনি যেন নিষ্ঠার সঙ্গে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছেন মলানদিঘী গ্রাম পঞ্চায়েতকে।

প্রতিদিন পাতা সেলাই করে শুরু হয় প্রধানের দিন। তারপরেই সবার সঙ্গে বাসে চেপে পঞ্চায়েতে পৌঁছান। দিনভর শোনেন সমস্যার কথা। দেন সঠিক পরিষেবা। কিন্তু তিনি ছেলে, মেয়ে আর স্বামীকে সঙ্গে নিয়ে নিজে থাকেন মাটির দেওয়ালে বড় বড় ফাটল ধরা আর টালির ঝাউনিতে অজস্র ফুটো থাকা বাড়িতে। বাড়ির ফাটল ধরা অংশ যাতে কেউ বুঝতে না পারে সেজন্য ঢাকা দিয়ে রেখেছেন প্লাস্টিক। তবুও আবেদন করেননি বাংলা আবাস যোজনায়।

পাকুমনি বলেন,”আমার পাকা বাড়ি নেই। আমি মাটির বাড়িতেই থাকি। মানুষকে যত পরিষেবা দিতে পারব ততই আমাদের ভালো। যারা যারা বাড়ি পায়নি তাঁরা অবশ্যই বাড়ি পাক। সেটাই আমি চাই। সবাই পাওয়ার পর আমাকে যদি পরিষেবা দেয় তো নেব।”

রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন আর সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন,”এটা নিশ্চয় গর্বের বিষয়। আগে তো সাধারণ মানুষ পরিষেবা পাবে তারপর জনপ্রতিনিধিরা নেবে। এটাই তো হওয়া দরকার।” প্রধানের ভূমিকা দেখে খুশি হয়ে বিজেপির জেলা মুখপাত্র বলেন,”তৃণমূল দলের কেউ কেউ সততার সাথে এগিয়ে যেতে চাইছেন কিন্তু একটা শ্রেণি শুধু লুট করেই যাচ্ছে। সুতরাং তৃণমূল দলে থেকে কোন লাভ নেই। ভালো থাকতে তৃণমূল দল ছেড়ে দিন আগে থেকেই।”

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *