North Barrackpore: দু’দিন নিখোঁজ! বাড়ির উঠোনে মিলল উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের দেহ…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তর ব্যারাকপুর (North Barrackpore) পুরসভার ভাইস চেয়ারম্যানের রহস্যমৃত্যু! দু’দিন নিখোঁজ থাকার পর এলাকারই একটি পরিতক্ত্য বাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য। একদিকে যখন কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুন করার চেষ্টা করা হয়। ঠিক সেই মত পরিস্থিতিতে দেহ উদ্ধার ঘিরে প্রশ্ন উঠছে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে। 

আরও পড়ুন: Weather: ১৪-র ঘরে পারদ এখন-ই! ৪৮ ঘণ্টায় আরও ৩ ডিগ্রি নামবে তাপমাত্রা… 

শনিবার সকালে উদ্ধার হয় তৃণমূল কাউন্সিলারের দেহ। পুলিস সূত্রে জানা যায়, দুদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। তারপর হঠাৎ সত্যজিৎ-এর বাড়ি থেকে ঢিল ছোড়ার দূরত্বে একটি পরিতক্ত্য বাড়ি থেকে দেহ উদ্ধার ঘিরে রহস্যের দানা বেঁধেছে। খুন না আত্মহত্যা তারই তদন্তে পুলিস। পরিবার তরফ থেকে নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। 

আরও পড়ুন: Tab scam| Arup Chakraborty: ‘যারা করেছে, তাদের গুলি করে মারা উচিত’, ট্যাব ‘দুর্নীতি’তে বিস্ফোরক তৃণমূল সাংসদ!

গত বৃহস্পতিবার থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের কারোর সঙ্গে কথাবার্তাও হয়নি। যোগাযোগ করা যায়নি সত্যজিৎ-এর সঙ্গে। শনিবার সকালে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। উল্লেখ্য, রাজ্যের ছয় বিধানসভায় উপনির্বাচনের দিন ভাটপাড়ায় গুলি করে খুন করা হয়। এরপর শুক্রবার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্তের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার চেষ্টা। এইসব কিছুর মধ্যেই উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের মধ্যে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *