আলু ৬০ টাকা কিলো, যে কোনও সবজিই ১০০ টাকা ছুঁইছুঁই! কবে কমবে বাজারদর?।Price Rise Price hike of vegetables including potato going to be a great problem


প্রদ্যুৎ দাস: আলু ৬০ টাকা কিলো। কিন্তু সংবাদমাধ্যমকে দেখেই ১০ টাকা কমিয়ে দেওয়া হল আলুর দাম। কিছু অসাধু ব্যবসায়ীর কারণেই বাজারের এই হাল বলে অভিযোগ একাংশের। তবে সুফল বাংলা স্টলে সবজির দাম অনেকটাই কম। 

আরও পড়ুন: Bengal Weather Update: এবার রাজ্য জুড়েই শীতের আমেজ, দৃশ্যমানতা কমবে হু হু করে! ঠান্ডার প্রথম স্পেল কতদিন স্থায়ী হবে?

আলু অবশ্য ৬০ টাকা করে কিলো নয়। বাজারে জ্যোতি আলু চল্লিশ টাকা কিলো, পেঁয়াজ ৮০ টাকা কিলো। আজ, রবিবারও জলপাইগুড়িতে সবজির বাজারে আগুন। বেশিরভাগ সবজি প্রতি কিলো দর হচ্ছে ৮০ টাকা থেকে ১০০ টাকা! করলা, সিম ৮০ টাকা কিলো। একেক দোকানে একেক রকম ইচ্ছেমতো সবজির দাম নিচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ীরা বলে অভিযোগ ব্যবসায়ীদের একাংশের।

বাজারে ছোট ছোট দোকানদার থেকে বাজারমূল্য নিয়ে রবিবার খোঁজখবর নেওয়া হল। তাতে জানা গেল, বেগুন ফুলকপি আলু পেঁয়াজ ইত্যাদি বিভিন্ন দোকানে বিভিন্ন রকম দাম নিচ্ছেন বিক্রেতারা। অন্তত তেমনই অভিযোগ ক্রেতাদের।

বারংবার প্রশাসন হানা দিচ্ছে জলপাইগুড়ির বিভিন্ন বাজারগুলোতে। তবে ক্রেতারদের দাবি, তাতেও সেভাবে লাভ হচ্ছে না, দাম একই রকম রয়ে গিয়েছে। সবজির দোকানে এখন রেটবোর্ড  লাগানোর অপেক্ষায় তাঁরা। হোলসেল দোকান থেকে খুচরোর বিভিন্ন দোকানে দামের প্রচুর ফারাক রয়েছে। আসলে দামটার ফারাক ঘটছে সেখানেই। আর তাতেই বিষয়টা মূল্যবৃদ্ধির দিকে চলে যাচ্ছে।

আরও পড়ুন: Darjeeling: পাহাড়ে উল্লাস! দীর্ঘ ৪ মাস পর শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের পথে ছুটল টয় ট্রেন…

জলপাইগুড়ির হোলসেল বাজারে লঙ্কার দাম ৩০ টাকা কিলো, ফুলকপি বাঁধাকপি ২৫ থেকে ৩০ টাকা কিলো অথচ লঙ্কা বাইরে ১০০ টাকা কিলো! ফুলকপি বাঁধাকপি ষাট টাকা কিলো দরে বিক্রি হচ্ছে!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *