গাছে ঝুলছে সিভিক ভলান্টিয়ারের দেহ! আত্মহত্যা নাকি খুন? তীব্র চাঞ্চল্য…| The body of the civic volunteer is hanging on the tree in nadia


অনুপ কুমার দাস: সিভিক পুলিসের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। প্রাথমিক সুইসাইড মনে হলেও,পরিবারের দাবি তাকে দুর্গাপুজোর সময় হুমকি দিয়ে ছিল কয়েকজন। তারাই মেরে ঝুলিয়ে দিয়েছে। পুলিস তদন্তে। মৃত ব্যক্তির নাম মাধব সর্দার। বয়স ৩৮, বাড়ি নবদ্বীপ ব্লকের উসিদপুর ভালুকা বটতলা রুই পুকুর পঞ্চায়েত এর আমঘাটায়, এলাকা কৃষ্ণনগর কোতয়ালী থানার অন্তর্গত। বাড়ির পাশে আমবাগান আমগাছে চাদর আর গামছা দিয়ে গলায় দড়ি ফাঁস দেওয়া মৃত অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়রা মৃতদেহ দেখে রবিবার সকালে। পরিবারের সন্দেহ, তাকে মেরে ফেলা হয়েছে। পরিবারের দাবি, দুর্গাপুজোয় প্রায় দশ বারো জন তাকে হুমকি দেয় পরিবারের সঙ্গে কাউকে কোনও ঝগড়া অশান্তি কিছুই হয়নি।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে বাড়ি থেকে উদ্ধার হয় সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে নিউটাউনের হাতিয়ারাতে। ইকোপার্ক থানার পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এই ঘটনায় সিভিক পুলিস কৌশিক দেবনাথের পরিবার, তাঁর শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে। তাঁদের অভিযোগ, শ্বশুরবাড়ির মানসিক চাপে ও তার পরিবারকে গালিগালাজ করায় মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন ওই সিভিক ভলান্টিয়ার।

আরও পড়ুন:East Medinipur: সরকারি বাসে করে ২০০ কেজি মাদক পাচার! ৩ মহিলা-সহ ১১ গ্রেফতার…

পরিবারের দাবি, লেকটাউন ট্রাফিকে কর্মরত সিভিক ভলেন্টিয়ার কৌশিক দেবনাথের গত এক বছর আগে নিউ টাউন হাতিয়ারার হেলা বটতলা এলাকায় বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন ধরনের দাবি করতে থাকেন তাঁর স্ত্রী। যেমন কৌশিক দেবনাথকে দীর্ঘদিন ধরেই চাপ দিচ্ছিলেন যাতে তিনি বাবা, মাকে ছেড়ে স্ত্রীকে নিয়ে অন্য কোথাও গিয়ে থাকেন। এই দাবি মানতে পারেননি কৌশিক। এরপরই কৌশিক দেবনাথের স্ত্রী নিজের বাপেরবাড়িতে চলে যায়। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *