নারায়ণ সিংহরায়: রবিবার এনজেপি থেকে দার্জিলিংয়ের পথে আবার ছুটল পাহাড়ের ঐতিহ্যবাহী টয় ট্রেন। এতদিন ঘুম থেকে দার্জিলিং রুটে জয়রাইড পরিষেবা স্বাভাবিক থাকলেও পর্যটকদের মধ্যে পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে এনজেপি থেকে দার্জিলিং রুটে টয় ট্রেন পরিষেবার চাহিদাই আলাদা। অবশেষে প্রায় ৪ মাস পরে এই পরিষেবা চালু হওয়ায় বেজায় খুশি পর্যটনমহল।
গত ৫ জুলাই থেকে এই রুটে টয় ট্রেন পরিষেবা বন্ধ ছিল। পাহাড়ে ধসের কারণে টয় ট্রেনের লাইনের বেশ কিছু জায়গা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এজন্য ওই রুটে এতদিন টয় ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। তবে শুক্র ও শনিবার ট্রায়াল রান হয়েছে। আজ, রবিবার থেকে ফের স্বাভাবিক হল পরিষেবা।
অপরদিকে দেখা গেল বেশ কিছু বিদেশি পর্যটক এনজেপি থেকে টয় ট্রেনে চেপে দার্জিলিং ভ্রমণে গেলেন। তাঁরা শেয়ারও করলেন ট্রয় ট্রেনে চেপে দার্জিলিংয়ে ঘুরতে যাওয়ার বিষয়টি।
কাঠিহার ডিভিশনের ডিয়ার এম সুরেন্দ্র কুমার বলেন, প্রাকৃতিক বিপর্যয়ের জন্য এতদিন শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংগামী টয় ট্রেন পরিষেবা বন্ধ ছিল। পুনরায় লাইন মেরামত করে দিনকয়েক ধরে সেই সমস্ত ট্র্যাকে ট্রেনের ট্রায়াল রান করা হয়েছে। এর পরে সব কিছু ঠিকঠাক করে আজ থেকে পুনরায় চালু হল এই পরিষেবা। খুব শীঘ্রই ঘুম ফেস্টিভ্য়াল হতে চলেছে, তার আগে এই পরিষেবা চালু করতে পেরে আমার খুশি। পর্যটকদের উদ্দেশ্যে তিনি বলেন, ভয় না পেয়ে নির্দ্বিধায় টয় ট্রেনে যাত্রা করুন।
আরও পড়ুন: Horoscope Today: সিংহের খরচ, মকরের চাকরি, মীনের ক্ষতি! জেনে নিন, আজ কেমন কাটবে আপনার দিন…
উল্লেখ্য, চলতি বছরের অক্টোবর মাসের ২৫ থেকে ৪ নভেম্বর পর্যন্ত পুজোর মরশুমে ৫ হাজার ৭৪৪ জন যাত্রী জয়রাইড পরিষেবা গ্রহণ করেছিলেন। সেই সময়ে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে টিকিট বিক্রি করে ৬৯ লক্ষ ২৪ হাজার ৫০০ টাকা উপার্জন করেছে । দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত জয়রাইড সার্ভিসের মাধ্যমেই এই উপার্জন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)