কৃষ-এই শেষ! আর ছবি বানাবেন না হৃত্বিকের বাবা রাকেশ…| Rakesh Roshan announced retirement from filmmaking and shared Krrish 4 updates


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডের প্রখ্যাত পরিচালক রাকেশ রোশন। অভিনয় থেকে বহুদিন আগেই অবসর নিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা। তারপর পরিচালক হয়ে বলিউডে নিজের ছাপ ফেলেছেন। ‘কোই মিল গ্যায়া’ থেকে শুরু করে ‘কৃষ’ হৃত্বিক রোশনের ক্যারিয়ার ব্লকবাস্টার ছবি তাঁরই। এবার পরিচালনা থেকেও অবসর নিতে চলেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাকেশ রোশন জানালেন, ‘কৃষ ৪’ -ই হবে তাঁর শেষে ছবি। এর পর প্রযোজকের দায়িত্বে থাকলেও, রাশেক আর পরিচালনা করবেন না।

পরিচালক জানিয়েছেন, এই মূহুর্তে তিনি তাঁর প্রযোজনা সংস্থা নিয়ে ব্যস্ত। তবে হৃত্বিক রোশনের সুপারহিরো ছবি ‘কৃষ ৪’ তৈরি হবে। ছবির প্রযোজনা করবেন তিনিই। সাক্ষাত্‍কারে রাকেশ বলেন, ‘আমি আর পরিচালনায় থাকছি না। বরং প্রযোজনায় থেকে নতুন নতুন ছবি অবশ্যই তৈরি করব। তবে এটা বলতে পারি, কৃষ ৪ ছবি তৈরি করবই। হয়তো একা নয়, আমার সঙ্গে অন্য পরিচালক থাকবে। তবে নিশ্চিত কৃষ ৪ তৈরি হবেই।’

আরও পড়ুন:Pori Moni: হেমন্তেই বসন্তের ছোঁয়া, পরীমণির জীবনে নতুন প্রেমিক…

যদিও এই বছরের শুরুতেই হৃত্বিকের ব্যাং ব্যাং, ওয়ার এবং ফাইটারের পরিচালক সিদ্ধার্থ আনন্দ সুপারহিরোর পোশাকে অভিনেতার একটি ছবি শেয়ার করেছিলেন। এবং ক্যাপশনে লেখেন, ‘তিনি ফিরে আসছেন।’

প্রসঙ্গত, রাকেশ রোশন ২০০৩ সালে সাই-ফাই ফিল্ম ‘কোই মিল গায়া’ দিয়ে ফ্র্যাঞ্চাইজি চালু করেন। পরে তিনি এটিকে ২০০৬ সালে ক্রিশ মুক্তি পায়। তারপরে ২০১৩ সালে ক্রিস ৩। অভিনেতা রোহিত এবং তাঁর ছেলে কৃষ্ণ উভয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। তিনটি ছবিই বক্স অফিসে ঝড় তুলেছিল। সম্প্রতি হৃত্বিক রোশনকে শেষ দেখা গিয়েছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ফাইটারে। ছবিতে তিনি দীপিকা পাডুকোনের সঙ্গে জুটি বেঁধেছিলেন।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *