ভয়ংকর! ‘ছেলে একমাসের মধ্যে মরবে’, ভয় দেখিয়ে সোনা-টাকা হাতিয়ে চম্পট তিন মহিলার…| In Dubrajpur brainwashed and cheated by providing religious beliefs


প্রসেনজিত্‍ মালাকার: দুবরাজপুরে ধর্মীয় বিশ্বাস জুগিয়ে মগজ ধোলাই করে সোনার অলংকার হাতানোর অভিযোগ। মুর্শিদাবাদ থেকে দুই মহিলাকে গ্রেফতার করল দুবরাজপুর থানার পুলিস। গতকাল বিকালে তাদের মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিস। গ্রেফতার হওয়া দুজন মহিলার নাম ফুরফুরা সাপুড়ে এবং অন্যজন হলেন আজমন মাল। দুজনেরই বাড়ি মুর্শিদাবাদের নবগ্রাম থানার কাছে। সোমবার গ্রেফতার হওয়া দুই মহিলাকে দুবরাজপুর আদালতে তোলা হবে। টি আই প্যারাডে দাঁড় করানোর জন্য আবেদন জানানো হবে পুলিসের পক্ষ থেকে। পরে তদন্তের স্বার্থে ওই দুই মহিলাকে নিজেদের হেফাজতে নিয়ে হাতিয়ে নেওয়া সোনার অলংকার উদ্ধারের চেষ্টা করবে পুলিস।

আরও পড়ুন:Humayun Kabir: রাজ্যে একজন ফুলটাইম পুলিসমন্ত্রী চাই, অভিষেককে নিয়ে বিস্ফোরক হুমায়ুন কবীর

পুলিস সূত্রে জানা গিয়েছে, দুবরাজপুর থানার হেতমপুর গ্রামের ধামুরিয়া পাড়ার সুষমা গড়াই নামের এক মহিলা ১৫ই সেপ্টেম্বর দুপুর তিনটা নাগাদ অভিযোগ করেন। তাঁর অভিযোগ যে ১৪ই সেপ্টেম্বর বেলা ১২টা নাগাদ তিনজন অপরিচিত মহিলা যাদের বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে তাদের বাড়িতে আসেন এবং বলেন আমরা মা মনসা পুজো করি। সেই সূত্রে ওই ভদ্রমহিলা তিনজনকে বসতে দেন। তিনজন অপরিচিত মহিলা বলেন বাড়িতে অমঙ্গল দেখা যাচ্ছে বাড়ির ছেলে মেয়ের জন্য মঙ্গল কামনা করতে হবে, নচেৎ তোমাদের ভয়ঙ্কর বিপদ আছে। তোমার ছেলের বিপদ আছে। ওই তিনজন অজ্ঞাত পরিচয় মহিলা এও বলে তোমাদের ছোট ছেলে এক মাসের মধ্যে মারা যাবে। সেই জন্য ছেলের মঙ্গল কামনায় এক ভরি সোনা এবং ১২০০০ টাকা নগদ লাগবে। এবং এই সোনাটাকে আমরা মন্ত্র পাঠ করে দেব এবং যে জল দেব সেই জল খাওয়ালে পরে তোমাদের বাড়ির বিপদ কেটে যাবে। এই কথা বিশ্বাস করে ফেলেন বাড়ির অভিভাবক সুষমা গড়াই। 

আরও পড়ুন:Malbazar: কষ্টের টাকা জমিয়ে কেনা তুলো ধুনাইয়ের মেশিন, বেল্ট ছিঁড়ে বাবার চোখের সামনেই ছেলের ভয়াবহ পরিণতি…

তার গায়ে থাকা সোনার অলংকার ওই অজ্ঞাত পরিচয় মহিলাদের খুলে দেন। সেই অলংকার জলের মধ্যে ভরে সুষমা দেবীকে বলেন গ্রামের বাইরে কিছুক্ষণের জন্য যেতে হবে, বাড়ির অভিভাবক বাড়ি ছেড়ে যেতে অজ্ঞাত পরিচয় ওই তিন মহিলা সোনার অলংকার নিয়ে চম্পট দেন। পালিয়ে যাওয়ার পর ওই তিন মহিলা আর ফিরে আসেনি। তারপরে সুষমা গড়াই দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেন। এরপর খোঁজাখুঁজি শুরু করে দুবরাজপুর থানার পুলিস। গতকাল বিকালে মুর্শিদাবাদের নবগ্রাম এলাকা থেকে গ্রেফতার করা হয় সোনার অলংকার নিয়ে পালিয়ে যাওয়া দুই মহিলাকে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *