ভয়ংকর! হাসপাতালের টয়লেটেই প্রসব, মায়ের অজান্তে কুকুর তুলে নিয়ে গেল সদ্যোজাতকে…| street dog took new born baby from hospital bathroom after mother give birth in bankura


মৃত্যুঞ্জয় দাস: চরম অমানবিক ছবি সোনামুখী হাসপাতালে। সকলের সামনে অপরিণত শিশুকে তুলে নিয়ে গেল কুকুরে। চরম গাফিলতি হাসপাতাল কর্তৃপক্ষের। 

বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের কোচডিহি গ্রামের প্রিয়া রায় নামের এক প্রসূতি মা গতকাল রাতে পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি হয় সোনামুখী গ্রামীণ হাসপাতালে। পরিবারের দাবি, কর্তব্যরত চিকিৎসক তাঁর ইউরিন টেস্টের কথা বলে। স্বাভাবিকভাবেই ওই প্রসূতি ইউরিন সংগ্রহের জন্য বাথরুমে যায়। সেখানেই ওই মা তার একটি অপরিণত শিশুর জন্ম দেয়। তড়িঘড়ি পরিবারের লোকজন কর্তব্যরত নার্সদের ডাকলে অভিযোগ নার্সরা আসতে দেরি করে। পরে ওই মাকে প্রসূতি বিভাগে নিয়ে গেলেও সদ্যোজাত সেখানেই পড়ে থাকে। 

আরও পড়ুন:Bankura:দক্ষিণেশ্বরে পুজো দিতে বেরিয়ে সোজা বাঁকুড়া, ডোমজুড়ের নাবালিকার রহস্যমৃত্যুতে গ্রেফতার প্রেমিক-বাবা

কিছুক্ষণ পরে পরিবারের লোকজন ওই অপরিণত শিশুকে দেখতে এলে দেখা যায় সেখানে ওই শিশু সেখানে নেই। একটি কুকুর ওই শিশুকে মুখে করে নিয়ে ছুটে বেরিয়ে যাচ্ছে। পরিবারের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বচসা শুরু হলে ঘটনাস্থলে গতকালই পৌঁছেছিল সোনামুখী থানার পুলিস। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ বেগতি বুঝে তড়িঘড়ি প্রসূতি মাকে বিষ্ণুপুর জেলা হাসপাতালে রেফার করে দেয়। 
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে হাসপাতালে নিরাপত্তা নিয়ে এবং হাসপাতালের স্টাফেদের গাফিলতি নিয়ে। সকালবেলাতেও দেখা যায় হাসপাতাল চত্বরে একাধিক পথ কুকুর ঘোরাফেরা করছে।

তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি বিষয়টি তারা খতিয়ে দেখছেন, রাতে যারা ডিউটিতে ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করে দেখা হবে এই ঘটনার কোন সত্যতা রয়েছে কিনা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি এই প্রসঙ্গে। এখনও পর্যন্ত শিশুটিকে পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *