মন্দারমণিতে ভাঙা হল না ‘বেআইনি’ হোটেল! ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী, পিছু হটল প্রশাসন… Administration refrains from its decision to demolish illegal hotels in Mandarmoni


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করার পর পিছু হটল পূ্র্ব মেদিনীপুর জেলা প্রশাসন। মন্দারমণিতে যখন ভাঙা হল না ‘বেআইনি’ হোটেল, তখন আইনি পথে যাওয়ার তোড়জোড় শুরু করল হোটেল মালিকদের সংগঠন। হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন তাঁরা।

আরও পড়ুন:  Heath Centre Condition: হাসপাতাল চত্বর মদ্যপানের ঠিকানা, কোয়ার্টার গোরুর গোয়াল! স্বাস্থ্যকেন্দ্রের চূড়ান্ত অব্যবস্থা…

ঘটনাটি ঠিক কী? ভ্রমণপ্রিয় বাঙালির অন্যতম পছন্দের গন্তব্য মন্দারমণি। বছরভর পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। সেই মন্দারমণির সমুদ্র সৈকতের কার্যত ব্যাংকের ছাতার মতো যে হোটেলগুলি তৈরি হয়েছে, সেই হোটেলগুলি ভেঙে ফেলতে উদ্যোগী হয় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। কেন্দ্রীয় পরিবেশ আদালতের নির্দেশে নোটিশ পাঠানো হয় ১৪০ হোটেল হোটেল কর্তৃপক্ষকে। নির্দেশ, আজ বুধবারের মধ্যেই বেআইনি নির্মাণগুলি সরিয়ে ফেলতে বা ভেঙে ফেলতে হবে।

এদিকে জেলা প্রশাসনের নির্দেশে রীতিমতো চিন্তায় পড়ে যান হোটেল মালিকরা। তাঁদের প্রশ্ন,  এত মানুষের রুজি রোজগার কোথায় যাবে? কোটি কোটি টাকার হোটেল, সেগুলোর-ই কী হবে? এরপর গতকাল মঙ্গলবার জেলা প্রশাসনের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ঘোষণা করেন, বাংলায় বুলডোজার চলবে না’। ফলে স্বস্তি পেলেন হোটেল মালিকরা।

আরও পড়ুন:  Kalna: জ্যান্ত মানুষকে মৃত বানিয়ে সম্পত্তি হাতানো‌! অসহায় বৃদ্ধ…

কিন্তু মন্দারমণিতে সমুদ্রে ধারে ১৮ থেকে ২০  বছর ধরে এভাবে পরপর হোটেল তৈরি হল কীভাবে? ২০২২ সালেও বেআইনি হোটেল ভাঙা নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় পরিবেশ আদালত। তখনই-বা হোটেলগুলি ভাঙা গেল না কেন? হোটেল মালিকদের অভিযোগ, কোস্টার রেগুলেশন আইনে স্যাটেলাইট ট্র্যাকিংয়ের পর সীমানা নির্ধারণের বার্তাই আসেনি তাঁদের কাছে। ফলে সমুদ্র থেকে কতদূরে, কোনও সীমানার বাইরে নির্মাণ হবে, সে সংক্রান্ত কোনও নির্দেশিকা ছিল না। ফলে বছরের পর বছর ধরে চলেছে যথেষ্ট নির্মাণ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *