তিন দিন ধরে নিখোঁজ! প্রেমিকই খুন করে মাটিতে পুঁতে দিল প্রেমিকাকে…| boyfriend killed his girlfriend and buried her in nadia


অনুপ কুমার দাস: তিন দিন ধরে নিখোঁজ নাবালিকা। নদিয়ার ভীমপুর থানার নারায়ণপুর এলাকায় সোহানা খাতুন নামে এক নাবালিকা নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার পরিবার জানতে পারে, সোহানার প্রাক্তন প্রেমিক ফারুক তাকে খুন করে মাটিতে পুঁতে রেখেছে বলে অভিযোগ উঠেছে।

পরিবারের অভিযোগ, নাবালিকার প্রাক্তন প্রেমিক ফারুক সোহানাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং তাকে খুন করে মাটিতে পুঁতে দেয়। ভীমপুর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছায়, এলাকা ঘিরে রাখে। অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করে ভীমপুর থানায় নিয়ে যায়। জানা গিয়েছে, ম্যাজিস্টেট-এর সামনে আদালতের অনুমতি নিয়ে মরদেহ তোলা হবে, এবং ময়নাতদন্ত হবে।

সোহানার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ফারুককে উপযুক্ত শাস্তি দিয়ে দোষীদের ফাঁসি কার্যকর করা হোক। ইতোমধ্যেই, পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। দেহ উদ্ধারের জন্য প্রয়োজনীয় অনুমতির আবেদন করা হয়েছে। এদিকে স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

এই ঘটনায় নারায়ণপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের উপর চাপ বাড়ছে।

আরও পড়ুন:Durgapur: ভয়ংকর! ডিভাইডারে ধাক্কা মেরে সেতু থেকে ঝুলছে ট্রেলার ট্রাক…

উল্লেখ্য, এই রকমই এক ঘটনা ঘটে উত্তরপ্রদেশে। গত চার মাস ধরে নিখোঁজ ছিলেন মহিলা। অবশেষে তাঁকে পাওয়া গেল, কিন্তু মৃত অবস্থায়। ঘটনায় গ্রেফতার করা হয় তাঁর জিম প্রশিক্ষককে। পুলিসি জেরায় অপরাধ স্বীকার করে নিয়েছে। জানা গিয়েছে, দুই সন্তান-স্বামীকে নিয়ে কোতোয়ালি থানা এলাকায় থাকতেন একতা। তাঁর স্বামী একজন ব্যবসায়ী।

শহরের গ্রিন পার্ক এলাকায় জিমে যেতেন একতা। সেখানের জিম ট্রেনার বিমল সোনির সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন একতা। কিন্তু বিমলের বিয়ে ঠিক হওয়ায় একতা খুবই বিচলিত হয়ে পড়েন। অভিযুক্ত পুলিসকে জানায়, তারপর থেকেই  দুজনের মধ্যে টানাপোড়েন শুরু হয়। ঝগড়ার ২০দিন পর ২৪ জুন ফের জিমে যান তিনি। গাড়ির মধ্যেই তাদের ব্যাপক ঝামেলা হয়। ঝামেলা চূড়ান্ত পর্যায়ে গেলে বিমল তাঁকে খুন করে। দেহ লোপাট করতে বিমল একতার দেহ ডিএম কম্পাউন্ডের কাছে মাটির তলায় পুঁতে দেয়৷ 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *