Katihar Express: মহিলা যাত্রীকে ধর্ষণ, ৪ রাজ্যে ট্রেনেই ৫ খুন! কাটিহার এক্সপ্রেসে তবলা বাদকের খুনি সিরিয়াল কিলার?


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তবলা বাদকের খুনি সিরিয়াল কিলার? জোরালো হচ্ছে সন্দেহ। কাটিহার এক্সপ্রেসে তবলা বাদকের খুনের ঘটনায় গ্রেফতার হরিয়ানার যুবক। লুঠের উদ্দেশ্যেই খুন বলে প্রাথমিক অনুমান পুলিসের। ধৃতের বিরুদ্ধে আগেও পুলিসের খাতায় অপরাধের রেকর্ড। ধৃতের নাম রাহুল জাট। হরিয়ানার বাসিন্দা। গ্রেফতার করেছে গুজরাট পুলিস। ঘটনার তদন্তে গুজরাট যাচ্ছে হাওড়া জিআরপি-র টিম। ধৃতের বিরুদ্ধে আগেও খুন-ধর্ষণের অভিযোগ। ৪ রাজ্যে মোট ৫টি খুনের মামলার সঙ্গে যোগ মিলেছে ধৃত যুবকের। ১৪টি পূর্ব অপরাধের রেকর্ড।

ডাউন কাটিহার এক্সপ্রেসে উদ্ধার হয় তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্য়ায়ের রক্তাক্ত দেহ। তদন্তে নেমে এই যুবককের দিকে সন্দেহের তির যায়। কারণ বার বার ট্রেনের মধ্যে খুনের ঘটনার সঙ্গে তার যোগ মেলে। অভিযোগ, ট্রেনে ভ্রমণের সময় বিশেষভাবে সক্ষমদের কামরাতেই সে উঠত। আর একা কাউকে দেখতে পেলেই, তাকে খুন করত। তারপর লুঠতরাজ চালাত। খুনের পর দেহ চাদর চাপা দিয়ে চলে যেত। আর মহিলা যাত্রী হলে তাকে ধর্ষণ করে খুন করত। প্রসঙ্গত, বালির ঘোষপাড়ার বাসিন্দা সৌমিত্র চট্টোপাধ্যায় কাটিহার রামকৃষ্ণ মিশনের অবসরপ্রাপ্ত তবলা শিক্ষক। 

ডাউন কাটিহার এক্সপ্রেসে তবলা বাদকের রক্তাক্ত দেহ উদ্ধারের পর ট্রেনে যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন পরিবারের লোকজন। স্ত্রী বীনা চট্টোপাধ্যায় জানান, প্রতি মাসে কাটিহারে যেতেন তাঁর স্বামী। সেখানে অনেক ছাত্র রয়েছে তাঁর। তাঁদের তালিম দিতে যেতেন। ফেরার দিন রাত থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। সুইচ অফ ছিল মোবাইল। পরের দিন হাওড়া জি আর পি থেকে খবর পেয়ে ছুটে যান বাড়ির লোকজন। গিয়ে দেখেন দেহের ক্ষতবিক্ষত অবস্থা। বিশেষভাবে সক্ষম ছিলেন সৌমিত্রবাবু। 

খুনের অভিযোগ দায়ের করে পরিবার। এখন তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্য়ায়েরর খুনের ঘটনায় গুজরাট পুলিসের হাতে ধৃত রাহুল জাট নামে এক যুবক। যে ‘সিরিয়াল কিলার’ বলেই জানা যাচ্ছে। সৌমিত্র বাবুর স্ত্রী বীনা চট্টোপাধ্যায় জানান, ধৃতের উপযুক্ত শাস্তি হোক। তদন্তের প্রতি আস্থা আছে তবে তাদের প্রতি সহানুভূতিশীল হোক রেল কর্তৃপক্ষ। ট্রেনের মধ্যে এই ঘটনা ঘটেছে। নিঃস্ব হয়ে গিয়েছে গোটা পরিবার। ঘটনায় দায় তাই রেলের। তাই পরিবারের পাশে দাঁড়াক রেল কর্তৃপক্ষ। এমনটাই জানান স্ত্রী। 

আরও পড়ুন, Bird Riding App Cab: সারাদিন অ্যাপ ক্যাবে চেপে ঘুরে বেড়ায় এই পাখি! আর খিদে পেলে কী করে জানেন?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *