Nadia Death: লোনের কিস্তি ফেল করায় বাড়িতে এসে গালিগালাজ সংস্থার কর্মীদের, চরম পদক্ষেপ তরুণীর


বিশ্বজিত্ মিত্র: লোনের কিস্তির টাকা দুদিন দেরি হওয়ায় বাড়িতে এসে অপমান ঋণ আদায়কারী সংস্থার কর্মীদের। আর তার পরই  আত্মঘাতী হলেন এক যুবতী। এমনটাই অভিযোগ উঠেছে। ঘটনাটি নদিয়ার তাহেরপুর থানার বীরনগর সর্বাগ্য পাড়ার। ঘটনার পর থেকে বেপাত্তা ওই সংস্থার কর্মীরা।

আরও পড়ুন-আমেরিকার ঋণ বাড়ছে রোজ ৫,৩১,৯৪, ৮৫, ৭৮,৪৯০ টাকা, দেশের প্রতিটি মানুষের মাথায় দেনা….

অভিযোগ, টাকা দিতে দেরি হওয়ায় বাড়িতে এসে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় ওই তরুণীকে। এমনটাই অভিযোগ এক বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থার লোন কালেক্টারদের বিরুদ্ধে। সূত্রের খবর, তাহেরপুর থানার বীরনগর পুরসভার সর্বজ্ঞ পাড়ার বাসিন্দা এক মহিলা লক্ষী মাতা লোন সংস্থা নামে এক বেসরকারি লোন সংস্থার কাছ থেকে মাত্র ২০ হাজার লোন দেন। এর পর নিয়ম মেনে প্রতি সপ্তাহে লোনের কিস্তি দিলেও কর্মসূত্রে বাইরে থাকায় রবিবার লোনের কিস্তির টাকা সময়ে দিতে পারেননি ওই মহিলা।

প্রতিবেশীদের দাবি, ঋণের কিস্তি ফেল করার পরই ওই লোন সংস্থার ৩ কর্মী রবিবার রাতে ও সোমবার সকালে দুই বার ওই মহিলার বাড়ী আসেন। সেই সময় বাড়িতে ওই মহিলার যুবতী মেয়ে একাই ছিলেন। অভিযোগ ওই লোন কালেক্টাররা ওই যুবতীকে হুমকি দেওয়ার পাশাপাশি গালিগালাজ করে ও ভয় দেখায়। আর এর পরই নিজের ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন ওই যুবতী।

এদিকে, ওই যুবতীর ভাই বাড়ী এসে বোনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে রানাঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় সোমবার রাতে তাহেরপুর থানায় ওই লোন সংস্থা ও তার তিন কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মৃত যুবতীর পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে তাহেরপুর থানার পুলিস।

(আত্মহত্যা শুধু আপনাকেই নয়, আপনার কাছের মানুষদেরও শেষ করে দেয়। আপনি কোনও ভাবে বিষণ্ণ বা অবসাদগ্রস্ত হলে কল করুন ৯১৫২৯-৮৭৮২১ নম্বরে। সোম থেকে শনি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ফোন করার সময়।)

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *