Stray dog: আপনি কি পথ কুকুদের খাওয়ান? রাজ্যের নয়া গাইডলাইন দেখে নিন…


অর্ণবাংশু নিয়োগী: রাজ্যের সমস্ত পোষ্যদের সুরক্ষায় ‘এসওপি’ তৈরি করল রাজ্যের নগরোন্নয়ন দফতর। রাজ্যের সমস্ত পুরসভাকে দ্রুত পাঠানো হবে সংশ্লিষ্ট এসওপি। পোষ্যদের খাবার দেওয়ার ক্ষেত্রে পুরসভা কর্তৃপক্ষ সব লোকালিটিতে নির্দিষ্ট খাবার জায়গা চিহ্নিত করবে। সেটা বাচ্চাদের খেলার জায়গার আশেপাশে না হয়। যারা পোষ্যদের খাবার দেবে তাদের ক্ষেত্রে সময় নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। সকাল ৭ টার আগে এবং সন্ধ্যে ৭ টার পর খাবার দেওয়া যেতে পারে।

আরও পড়ুন, TMC: তৃণমূলে ‘বড়’ রদবদল! বাদ পড়লেন এরা, নতুন মুখ…

সময়ের মেয়াদ থাকবে দু’ঘণ্টা। যারা পোষ্যদের খাবার দেবেন তাদের সেই জায়গা পরিষ্কার করে দেওয়ার পরামর্শ। নির্দিষ্ট জায়গার বাইরে খাবার না দেওয়ার পরামর্শ। যারা পোষ্যদের খাবার দেবেন তাদের কেউ বাধা দেওয়া বা হেনস্তা করতে পারবে না। পোষ্যদের কি কি খাবার দেওয়া হবে তা নিয়েও পরামর্শ দেওয়া হয়েছে SOP তে। চকলেট, দুগ্ধ জাতীয় খাবার,পেঁয়াজ রসুন, মিষ্টি জাতীয় স্ন্যাক্স জাতীয় খাবার, অ্যালকোহল দিতে বারণ করা হয়েছে। গাইরাডেয়

মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সমস্ত পৌরসভাকে এই এসওপি নিয়ে প্রচার চালাতে হবে। প্রসঙ্গত, পোষ্যদের খাবার দেওয়া নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর এলাকায় এক ব্যক্তিকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। যে ব্যক্ত পোষ্যদের খাবার দেন তাঁকে হুমকি দেওয়া হয়। এই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, নগরোন্নয়ন দফতরের কাছে পোষ্যদের খাবার দেওয়া নিয়ে গাইডলাইন জানতে চেয়েছিলেন।

এদিন, নগরোন্নয়ন দফতরের আইনজীবী সুমন সেনগুপ্ত SOP জমা দেন। তাঁর সওয়াল, “পোষ্যদের স্বাধীন এবং সুস্থ পরিবেশে বেঁচে থাকার অধিকার আছে। তাই এই SOP। তবে এটা না মানলে শাস্তির নিধানের বিষয়টাও দেখা হবে।” প্রসঙ্গত, পথ কুকুরকে খাওয়ানোকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অশান্তির জেরে কলকাতা পুরসভার-সহ রাজ্যের সমস্ত পুরসভাকে নির্দিষ্ট জায়গা চিহ্নিত করতে বলে আদালত। আগামী ২৭ নভেম্বরের মধ্যে কলকাতা পুরসভা এবং রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরকে এ বিষয়ে নিজেদের অবস্থান জানানোর নির্দেশ দেয়।

আরও পড়ুন, Bird Riding App Cab: সারাদিন অ্যাপ ক্যাবে চেপে ঘুরে বেড়ায় এই পাখি! আর খিদে পেলে কী করে জানেন?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *