চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে ধুন্ধুমার! Rally against arrest of chinmoy-krishna-das-brahmachari in Kolkata


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: পদ্মাপারের অশান্তির আঁচ এবার গঙ্গাপারেও! চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তি দাবিতে কলকাতা মিছিল সনাতনীদের। পুলি সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি।  আহত এক পুলিসকর্মী।  ধুন্ধুমার পরিস্থিতিতে বেক বাগানে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে।

আরও পড়ুন: Mamata Banerjee: ওয়াকফ বিল ধর্মীয় স্বাধীনতা ও সাম্যের অধিকারকে লঙ্ঘিত করছে: মমতা

ঘটনাটি ঠিক কী?  বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। গত ৫ আগস্ট বাংলাদেশের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর একাধিক সমাবেশের নেতৃত্ব দেন তিনি। তার দাবি, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের উপর হওয়া ‘নিপীড়নের’ বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই সমাবেশ। এরপর ২৫ নভেম্বর বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগে চিন্ময়কে গ্রেফতার করে পুলিস।

এদিকে চিন্ময়ের গ্রেফতারি পর যখন বাংলাদেশে পরিস্থিতি এখন অগ্নিগর্ভ, তখন কলকাতায় মিছিল বের করলেন সনাতনীরা। এদিন শিয়ালদহ থেকে মিছিল করে পার্ক সার্কাসের বেকবাগানে বাংলাদেশি হাইকমিশনের দিকে আসছিলেন তাঁরা। বাংলাদেশের হাইকমিশনের কাছে ব্যারিকেড করে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিস। এরপরই দু’পক্ষের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়।   সংঘর্ষে মাথা ফাটে এক পুলিসকর্মীর। এমনকী, প্রথম ব্যারিকেড ভেঙে দেনও মিছিলকারীরা। 

এর আগে, বিধানসভায় বাংলাদেশে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘কোনও ধর্মের উপর আঘাত মেনে নেওয়া যায় না, সেটা অন্যদেশে হলেও প্রতিবাদ করি’। জানান, ‘এটি ভারত সরকারের বিদেশমন্ত্রকের বিষয়। রাজ্য সরকারের সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার নেই’।

আরও পড়ুন:  Sagar Dutta Medical College: ‘থ্রেট কালচার’ মামলায় স্বস্তি! ৬ পড়ুয়াকে পরীক্ষায় বসার অনুমতি হাইকোর্টের.

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *