অ্যাডিলেডে দিন-রাতের খেলা, গিলকে কি আদৌ পাওয়া যাবে গোলাপি টেস্টে? এল বিরাট আপডেট


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পূর্ণ দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ছিলেন পিতৃত্বকালীন ছুটিতে। ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টে সহ-অধিনায়ক জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) কাঁধেই সঁপে দেওয়া হয়েছিল নেতৃত্বের গুরুভার। তাঁর অসাধারণ বোলিং ও দুর্দান্ত নেতৃত্বে ভারত ২৯৫ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে, বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border-Gavaskar Trophy 2024-25) ১-০ এগিয়ে গিয়েছে। 

এবার অ্যাডিলেড দিন-রাতের টেস্ট শুরু ৬ ডিসেম্বর থেকে। রোহিত চলে এসেছেন অস্ট্রেলিয়ায়। তাঁর নেতৃত্বেই খেলবে টিম ইন্ডিয়া। তবে অ্যাডিলেডে নামার আগে ভারত দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজির (Anthony Albanese) দলের বিরুদ্ধে। ৩০ নভেম্বর-১ ডিসেম্বর দিন-রাতের খেলা। এখন প্রশ্ন শুভমন গিলকে (Shubman Gill) কি পাওয়া যাবে এই টেস্টে?

আরও পড়ুন: ইন্দো-অজি সিরিজের মাঝে মর্মান্তিক খবর, খেলতে খেলতে মাঠেই মৃত্যু ভারতীয় ক্রিকেটারের!

পারথ টেস্টের আগে ওয়াকাতে ওয়ার্ম-আপের সময়ে শুভমন তাঁর বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন। সেই চোটই এখনও ভোগাচ্ছে শুভমনকে। স্লিপে ফিল্ডিং করার সময়ে শুভমন বাঁ-হাতে চোট পেয়েছিলেন। পারথ টেস্টের শুভমন খেলেননি। শুক্রবার মানুকা ওভালে সাংবাদিক বৈঠক করেছিলেন জাতীয় দলের সহকারি কোচ অভিষেক নায়ার। তিনি বলেন, ‘দেখুন ও এখন ব্যাটিং করছে। ওর দেখভাল করছে আমাদের ফিজিয়োরা। আমি ওর অবস্থা সম্পর্কে অবগত নই। তবে ও খুব স্বাচ্ছন্দ্যেই ব্যাটিং করছিল। ইন্ডোরেও ব্যাট করছে। আমরা ওর চোট মূল্যায়নের পরেই আগামিকালের ম্যাচ খেলানোর বিষয়ে ভাবব।’
 
পারথে ভারতের হয়ে যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল ওপেন করেছিলেন। রোহিত খেলেননি বলে রাহুল ওপেন করেছিলেন। তিনে শুভমনের জায়গায় নিয়ে আসা হয় দেবদত্ত পাড়িক্কলকে। যদিও তিনি ১৮ সদস্য়ের স্কোয়াডে ছিলেন না। শুভমন-রোহিতের অনুপস্থিতি ভারত টের পায়নি যদিও। তিন নেমে ১৪ টেস্টে ৯২৬ রান করা গিলের গড় ৪২.০৯। ২৫ ইনিংসে রয়েছে ৩ সেঞ্চুরি। এই মরসুমে কিন্তু শুভমন ভালো ছন্দেই রয়েছেন। ১০ ম্যাচে ও ১৯ ইনিংসে পঞ্জাবপুত্তর ৮০৬ রান করেছেন। তাঁর গড় ৪৭-এর উপর। ৩ সেঞ্চুরির সঙ্গে রয়েছে হাফ-সেঞ্চুরি। সর্বাধিক স্কোর অপরাজিত ১১৯। ওয়াকায় গা ঘামানোর ম্য়াচে শুভমন দুই ইনিংস মিলিয়ে ২৮ ও ৪২ রান করেছেন। ভারতের শেষ অস্ট্রেলিয়া সফরে শুভমন ২৫৯ রান করেছিলেন ৬ ইনিংস মিলিয়ে। তাঁর গড় ছিল ৫১.৮০। জোড়া হাফ-সেঞ্চুরিও ছিল। ঐতিহাসিক গাবায় রান তাড়া করে জেতার ম্য়াচে শুভমন ঝকঝকে ৯১ রানের ইনিংস খেলেছিল।

আরও পড়ুন: ‘ভাষা-যুদ্ধ’-এ বিপন্ন বেঙ্গালুরু! কন্নড় বনাম হিন্দির ধুন্ধুমার, আগুনে ঘি ঢালল RCB

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *