‘অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি’, মেডিক্যাল কাউন্সিলের অভীক দে-র প্রত্যাবর্তন? Abhik de returns to West Bengal Medical council


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের অভীক দে-র প্রত্যাবর্তন! কীভাবে? কাউন্সিলের বাইরে রাতভর অবস্থান বিক্ষোভে জয়েন্ট প্ল্যাটফর্ম অর ডক্টরস। তাঁদের হুঁশিয়ারি, ‘যতক্ষণ কর্তৃপক্ষের কাছ সদুত্তর পাচ্ছেন, ততক্ষণ বিক্ষোভ চলবে’।

আরও পড়ুন:  Mamata Banerjee: ‘আমার কথাই শেষ কথা’, বিধানসভার পরিষদীয় দলের বৈঠকে বার্তা মমতার!

ঘটনাটি ঠিক কী? আরজি কর আবহেই প্রকাশ্যে এসেছিল বিভিন্ন মেডিক্যাল কলেজে ‘থ্রেট কালচার’। আর তাতেই নাম জড়িয়েছে অভীকের। শুধু তাই নয়, তিনি নাকি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের’ঘনিষ্ঠ’! রাজ্য মেডিক্যাল কাউন্সিলের একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন অভীক। চাপের মুখে শেষপর্যন্ত তাঁকে সাসপেন্ড করে কাউন্সিল। কবে? সেপ্টেম্বরে।

জয়েন্ট প্ল্যাটফর্ম অর ডক্টরস পক্ষে রাজীব পাণ্ডে বলেন, ‘কাউন্সিলের তরফে জানানো হয়েছিল, আজ মিটিং আছে। মিটিং হওয়ার কথা ছিল ‍১টা থেকে। আমরা তো দীর্ঘ ৩-৪ মাস ধরে আন্দোলন করে যাচ্ছি’। তাঁর অভিযোগ, রেজিস্ট্রারের নিয়োগ বেআইনি সরকারিভাবে জানানো হয়েছে সভাপতিকে। এখনও পদে তিনি পদে আছে। এই কাউন্সিলের অনেক সদস্য, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে থ্রেট কালচার, স্বাস্থ্যে দুর্নীতি বা ক্রাইম সিনে থাকা নিয়ে অভিযোগ ওঠেছে।  অক্টোবর মাসে সরকার দ্বারা চার সদস্যের কমিটি গঠন করা হয়েছিল।রিপোর্টে প্রমাণিত যে, অভীক দে বিভিন্ন মেডিক্যাল কলেজে থ্রেট কালচার চালিয়েছে’।

রাজীব জানান, ‘আমরা এসেছিলাম এটা জানতে যে, মিটিং কীভাবে পরিচালনা হবে, কে করবে! সকাল ১০টা সময়ে করে নেওয়া হয়েছে। আমরা এসে দেখি মিটিংটা সকাল দশটা করে নেওয়া হয়েছে। আরও ভয়ঙ্কর যেটা জানতে পারি, অভীক দে মিটিংয়ে এসেছিল’। সঙ্গে প্রশ্ন, ‘সরকারি কমিটি রিপোর্টে যেখানে দোষী প্রমাণিত হয়েছে, সেখানে কী করে ওকে কাউন্সিলের ফেরানো হল’?

আরও পড়ুন: Mamata Banerjee: ‘কারও ভয়ে আপস করলে, তাঁর চাকরি আগে খাব’, পিএইচএ-র বৈঠকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর!

রাজ্য় মেডিক্যাল কাউন্সিলের স-সভাপতি পাল্টা দাবি, ‘কোনও অভিযোগপত্র জমা পড়েনি।   কোনও লিখিত অভিযোগ নেই। প্রমাণ নেই। সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে’। সভাপতি সুদীপ্ত রায় বলেন, ‘অভীক দে নির্বাচিত সদস্য।  নির্বাচনে জিতে তিনি এসেছেন।   কিন্তু কয়েকটি ঘটনার প্রেক্ষিতে তাঁকে বারণ করা হয়েছিল যে, মিটিং না আসার জন্য। কিন্তু সম্প্রতি সে আমাদের জানিয়েছেন তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। চার্জশিটেও নাম নেই। তাই আজকে মিটিংয়ে তাকে আসতে বলা হয়েছিল। অভীক দে মিটিংয়ে অংশ নিয়েছে’।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *