আর কয়েকদিনের অপেক্ষা! হু হু করে নামবে পারদ, হি হি করে কাঁপবে বাংলা…| And wait for a few days for heavy cold know where is the cold forecast


অয়ন ঘোষাল: ভরা ডিসেম্বরে শীত নেই। আকাশ মেঘলা। টিপটিপ করে বৃষ্টি। মনভার শীত প্রেমীদের। ভরসা দিচ্ছেন আবহাওয়াবিদরা। এই মাসেই আসছে হাড় কাঁপানো শীত।

মাঝারি শক্তির ঘূর্ণিঝড় ফেনজল ল্যান্ডফল করেছে মাত্র ৭৫ কিলোমিটার গতিতে। কিন্তু শীতের সাড়ে সর্বনাশ করে দিয়ে গিয়েছে এই সাইক্লোন। গাঙ্গেয় বঙ্গের বাতাসে আমদানি করেছে অস্বাভাবিক জলীয় বাষ্প। দিন রাতের তাপমাত্রা নামার বদলে বাড়ছে। গায়ে গরম জামার প্রয়োজন হচ্ছে না ডিসেম্বরের প্রথম সপ্তাহে। স্বভাবতই মনমরা হয়ে পড়েছেন শীত প্রেমীরা। তাদের আশ্বস্ত করে আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, ৯ তারিখের পর খেলা ঘুরবে। আর বলবদল হবে ১২ বা ১৫ ই ডিসেম্বর থেকেই। জাঁকিয়ে শীতের ইনিংস আসছে রাজ্যে। স্থায়ী হবে অন্ততঃ বড়দিন পর্যন্ত। 

কোথায় কেমন ঠাণ্ডার পূর্বাভাস?

দার্জিলিং ৪ ডিগ্রি
কালিম্পং ৬ ডিগ্রি
পুরুলিয়া ৬ ডিগ্রি
জলপাইগুড়ি ৬ থেকে ৮ ডিগ্রি
আলিপুরদুয়ার ৬ থেকে ৮ ডিগ্রি
কোচবিহার ৬ থেকে ৮ ডিগ্রি
উত্তর এবং দক্ষিণ দিনাজপুর ৮ ডিগ্রি
বীরভূম ৭ থেকে ৮ ডিগ্রি
মুর্শিদাবাদ ৮ থেকে ৯ ডিগ্রি
পূর্ব এবং পশ্চিম বর্ধমান ৮ থেকে ১০ ডিগ্রি
নদীয়া ৯ থেকে ১০ ডিগ্রি
বাঁকুড়া ৮ ডিগ্রি
ঝাড়গ্রাম ৮ থেকে ৯ ডিগ্রি
পশ্চিম মেদিনীপুর ৯ থেকে ১০ ডিগ্রি
হুগলি ৯ থেকে ১০ ডিগ্রি
হাওড়া ১০ ডিগ্রি
পূর্ব মেদিনীপুর ১০ থেকে ১২ ডিগ্রি
উত্তর ২৪ পরগনা ১০ ডিগ্রি
দক্ষিণ ২৪ পরগনা ১০ থেকে ১২ ডিগ্রি এবং কলকাতা ১০ থেকে ১২ ডিগ্রি

রামকৃষ্ণ দত্ত, প্রাক্তন উপ অধিকর্তা, মৌসম ভবন, নয়াদিল্লি-
ঘূর্ণিঝড়ের জলীয় বাষ্প বুধবার থেকে ধাপে ধাপে বিলীন হতে শুরু করবে বঙ্গে। এই সপ্তাহের শেষে উত্তুরে হওয়ার গতিপথ প্রশস্ত এবং অবাধ হবে। তার ফল মিলতে শুরু করবে আগামী সোমবার থেকে। হাতেকলমে তার প্রমান মিলবে ৯ বা ১০ ডিসেম্বরের পর। লক্ষ্যনীয় পারদ পতন ১২ ডিসেম্বর থেকেই চোখে পড়বে। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *