জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছোটপর্দা থেকে ওটিটি থেকে বড়পর্দা, এক্কেবারে ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসে বলিউডে নিজের নাম তৈরি করা সহজ নয় মোটেই। সেই অগ্নিপরীক্ষা পার করে একের পর এক সফলতার মুখ দেখছিলেন বিক্রান্ত ম্যাসি। কেরিয়ারের স্বর্ণিল সময়ে যখন একের পর এক তাঁর ছবি পাচ্ছে সুপারহিটের তকমা, ওয়েব সিরিজে প্রশংসিত হচ্ছে তাঁর অভিনয়। ঠিক সেই সময়েই সোমবার সকালে অবসর ঘোষণা করলেন বিক্রান্ত। প্রশ্ন উঠছে, আচমকা কেন এই সিদ্ধান্ত? শুরু জল্পনা।
সোমবার বিক্রান্ত ম্যাসি তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডলে লেখেন, ‘গত কয়েক বছর এবং তার পরেও অসাধারণ ছিল। আপনাদের সমর্থনের জন্য আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। কিন্তু আমি যতই এগিয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি এবার ফিরে যাওয়ার সময়। একজন স্বামী, পিতা এবং পুত্র হিসাবে, এছাড়াও অভিনেতা হিসেবেও। তাই আগামী ২০২৫ সালে শেষবারের মতো আমাদের দেখা হবে।আপনাদের আবারও ধন্যবাদ, সবকিছুর জন্য।’
কেন এই সিদ্ধান্ত? প্রশ্ন ফ্যান থেকে শুরু সহকর্মীদের মনে। অনেকেই তাদের ধাক্কা ও হতাশা প্রকাশ করে লেখেন, ‘কেন এমন সিদ্ধান্ত? আপনার অভিনেতা এখন খুব কমই আছে। আমাদের কিছু ভালো সিনেমা দরকার।’ আর একজন লেখেন, ‘সাজানো ক্যারিয়ারকে পিছনে ফেলে দিচ্ছেন।’ অন্য একজন লেখেন, ‘এই খবর যেন সত্যি না হয়।’ এরই মাঝে বিক্রান্তের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন পরিচালক সঞ্জয় গুপ্তা। তিনি বিক্রান্তের সঙ্গে তুলনা টেনেছেন হনসল মেহেতার। কারণ এই পরিচালকও একসময় সিনেমা ছেড়ে এক গ্রামে গিয়ে নতুন জীবন শুরু করেছিলেন এবং বেশ কয়েকবছর পর ফিরে নিজের সেরা ছবিটি তৈরি করেছিলেন।
আরও পড়ুন- Swastika Mukherjee: ‘যত বয়স বাড়ছে তিক্ততা ভুলে ভালবাসাটুকুই আগলে…’, জিতের স্মৃতিতে ডুব স্বস্তিকার!
সঞ্জয় লেখেন, ‘কখনও ভেবেছেন, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে কতটা সাহস দরকার? এই প্রতিযোগিতা, নিরাপত্তাহীনতা, হিংসা, দ্বেষ, দলাদলির সময়ে কোনও অভিনেতার এই সিদ্ধান্ত নেওয়ার জন্য সাহস দরকার। কেরিয়ার ছেড়ে ছেলে, স্বামী বাবা হিসাবে দায়িত্ব পালন করার জন্য। তাঁকে অভিনন্দন জানানো উচিত, তাঁর সমালোচনা করা উচিত নয়’। তাহলে কী বলিউডের কোন্দল থেকে নিজেকে দূরে রাখতেই এই সিদ্ধান্ত নিলেন বিক্রান্ত? নাকি নিজের অভিনয় সত্ত্বাকে আরও তুখোড় করে তুলতে এই সিদ্ধান্ত নিলেন অভিনেতা? প্রশ্ন অনেক।
ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI), বিক্রান্তকে পার্সোনালিটি অফ দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে অভিনেতা বলেন, ‘আমি সবসময় দায়িত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করি। টুয়েলফথ ফেইল, সেক্টর ৩৬, বা সবরমতি রিপোর্ট যাই হোক না কেন, দায়িত্বশীল সিনেমার অংশ হয়েও মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা সবসময় থাকে।’
এছাড়াও বিক্রান্তের ‘দ্য সবরমতি রিপোর্ট’ ছবিটি IFFI-তেও প্রদর্শিত হয়েছিল। উত্তরপ্রদেশ, গুজরাট এবং মধ্যপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে করমুক্ত ঘোষণা করা হয়েছে। এই ছবিটি বক্স অফিসে চলতি বছরে ১৫ নভেম্বরে মুক্তি পাওয়ার পর ২২ কোটি আয় করেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)