Dhaka Film Festival: বদলের বাংলাদেশে ভারতের ছোঁয়া, ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে ৫ ছবির ঠাঁই…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবার থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবছর প্রদর্শনীর তালিকায় নেই কোনও বাংলাদেশের সিনেমা। এমনকী হাজির থাকছেন না বাংলাদেশের কোনও অতিথিও। জানা যায় যে ভিসা সংক্রান্ত সমস্যায় হাজির থাকতে পারছেন না অতিথিরা। জানা যায় যে একটি মাত্র ছবি এসেছিল প্রতিযোগিতা বিভাগে কিন্তু কয়েকটি শর্ত না মানায় তা বাতিল হয়। তবে এবার ঢাকা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে বেশ কয়েকটি ভারতীয় সিনেমা। কলকাতায় না হলেও গোয়ায় অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসবে কিন্তু বাংলাদেশের সিনেমা ছিল। 

আরও পড়ুন- Atif Aslam Viral Pic: রাস্তায় বসে নামাজ পড়ছেন আতিফ আসলাম! ব্যাপার কী?

আগামী ১১ জানুয়ারি শুরু হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৯ দিনের উৎসবে দেখানো হবে ৭৫টি দেশের ২৫০টি সিনেমা। এই উৎসবে এশিয়ান ফিল্ম কমপিটিশন বিভাগে রয়েছে দুটি ভারতীয় সিনেমা। জটলা সিদ্ধার্থের ‘ইন দ্য বেলি অব আ টাইগার’ ও সৌমিক রায় চৌধুরীর ‘বেলাইন’। সৃজিত মুখার্জির ‘পদাতিক’ দেখা যাবে সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে। এ ছাড়া আরও দুই বা তিনটি ভারতীয় সিনেমা থাকবে এ বছরের উৎসবে। প্রতিবার ২৫-৩০টা ভারতীয় সিনেমা দেখানো হয় এই উত্‍সবে, কিন্তু এবার নানান কারণেই কম থাকছে ছবির সংখ্যা।

গতবছর ঢাকার চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন ভারতীয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর, স্বস্তিকা মুখোপাধ্যায়, কণ্ঠশিল্পী, অভিনেতা ও নির্মাতা অঞ্জন দত্তরা। এবার ভারতীয় কিছু সিনেমা থাকলেও উৎসবে দেখা যাবে না ভারতীয় কোনও নির্মাতা ও অভিনেতা অভিনেত্রীকে। অংশ নেওয়া সিনেমার সংখ্যাও অন্যান্যবারের তুলনায় অনেক কম বলে জানান রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমেদ মুজতবা জামালআহমেদ মুজতবা জামাল। জানা যায় যে এবার ঢাকা চলচ্চিত্র উৎসবে ভারতের সিনেমার সংখ্যা কমে গেছে। জমা পড়েছিল ১ শতাধিক সিনেমা। ভিসা জটিলতার কারণে এবারের উৎসবে ভারতের কোনও ফিল্মমেকার বা তারকা, অতিথি হিসাবে উপস্থিত থাকছেন না। 

আরও পড়ুন- Naga Chaitanya-Sobhita Dhulipala Wedding: চলছে শোভিতার সঙ্গে প্রাক-বিবাহ অনুষ্ঠান, বিচ্ছেদের পরেও নাগা চৈতন্যর জীবনে সামান্থা!

প্রসঙ্গত, আগামীকাল তথা বুধবার ৪ ডিসেম্বর কলকাতায় শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে দেখানো হবে ২৯টি দেশের ১৮০টি সিনেমা। এবছরের ফোকাস কান্ট্রি ফ্রান্স। ধনধান্য স্টেডিয়ামে উদ্বোধনে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা ও সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়াও উপস্থিত থাকতে চলেছেন টলিউডের তারকারা। উদ্বোধনী ছবি হিসাবে প্রদর্শিত হবে গল্প হলেও সত্যি। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *