পাক তারকার দাবি তিনি ‘যোগীরাজ্যের লোক’! চাঞ্চল্যকর ভিডিয়োতে ঝড় ক্রিকেটারের..


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের হয়ে খেলা সেরা উইকেটরক্ষকদের একজনই তিনি।পাকিস্তানের স্টার রশিদ লতিফ, যিনি দেশের হয়ে অধিনায়কত্বও করেছেন। আবার পরে কোচিংও করিয়েছেন। ক্রিকেট বিষয়ক তাঁর দৃঢ় মতামত প্রশংসিত। তবে অনেকেই জানেন না যে, রশিদের শিকড় ভারতে। ১৯৯২ থেকে ২০০৩ পর্যন্ত দেশের জার্সিতে টেস্ট-ওডিআই খেলা রশিদের বাবা ১৯৫০ সালে পাকিস্তানে চলে এসেছিলেন। তাঁর আগে তিনি উত্তরপ্রদেশেই থাকতেন।

আরও পড়ুন: নিলামে কেউ পাত্তাই দেয়নি, এবার ১০ দল মাথা ঠুকবে! ১০০-র বিশ্বরেকর্ডের পর আবার…

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রশিদে এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। এক পডকাস্টে রশিদ গর্বের সঙ্গে বলেছেন তাঁর শিকড়ের কথা। রশিদ বলছেন, ‘দেখুন দেশ ছেড়ে দিয়েছি মানে তো এই নয় যে, সেই দেশের লোকজনকেও ভুলে যাবে। আমার রং নীলই থাকবে। আমার এক ভাই সুলতানপুরে থাকে। আমার ৯০ শতাংশ পরিবারই সুলতানপুরে থাকে। ইংরেজরা তো আর সাধে উত্তর প্রদেশের নাম আপার প্রভিন্স রাখেননি। জানবেন রাজনীতি হোক বা বুদ্ধি খাটানো, এমনকী গালিগালাজ করাও, এসবে এক নম্বর উত্তরপ্রদেশ। আমরা ওখানকারই লোক। আমাদের সঙ্গে যেন কেউ লড়তে না আসে!’ রশিদের ভাই শাহিদ কিন্তু পাকিস্তানে যাননি দাদার মতো। ভারতেই এক সংবাদপত্রে কাজ করেন তিনি।

আরও পড়ুন: জানেন ডনের টুপি নিলামে কত দামে বিক্রি হল ? ওই টাকায় আইপিএলে ৮ ক্রিকেটার কেনা যায়!
 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

 

 

 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *